Home / চাঁদপুর / শরীয়তপুর-চাঁদপুর নৌপথে দুটি ফেরি মাঝ নদীতে আটকা
chandpur feri
প্রতীকী ছবি

শরীয়তপুর-চাঁদপুর নৌপথে দুটি ফেরি মাঝ নদীতে আটকা

ঘন কুয়াশার কারণে নৌ দুর্ঘটনা এড়াতে শরীয়তপুরের ইব্রাহিমপুর-চাঁদপুরের হরিণাঘাট নৌপথে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। ঘণ কুয়াশায় দিক নির্ণয় করতে না পেরে মাঝ নদীতে যানবাহন ও যাত্রী নিয়ে আটকা পড়েছে কেতুকী ও কোস্তুরী নামে দুটি ফেরি।

মঙ্গলবার ভোর ৪টার দিকে পদ্মা নদীর অববাহিকায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় এ রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।

এ ব্যাপারে বিআইডব্লিউটিসির শরীয়তপুরের ইব্রাহিমপুর ঘাটের ম্যানেজার আব্দুস ছাত্তার জানান, সোমবার রাত থেকে নদীতে কুয়াশা পড়তে থাকে। আস্তে আস্তে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে মঙ্গলবার ভোর ৪টার দিকে নৌ দুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। দিক নির্নয় করতে না পেরে মাঝ নদীতে যাত্রী নিয়ে আটকা পড়েছে কেতুকী ও কোস্তুরী নামে দুটি ফেরি। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ১২: ৩০ এ.এম, ০৬ ফেব্রুয়ারি২০১৮,মঙ্গলবার ।
এএস.