শরীয়তপুর-চাঁদপুর নৌ রুটে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে আবারও ফেরি চলাচল শুরু হয়েছে। দুই প্রান্তেই পারের অপেক্ষায় অন্তত ২০০ যানবাহন রয়েছে। ঘন কুয়াশার কারণে এদিন ভোর ৩টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডাব্লিউটিসি) ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার ভোর ৩টা থেকে শরীয়তপুর-চাঁদপুর নৌ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। ঘন কুয়াশায় নৌ দুর্ঘটনা এড়াতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিআইডাব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ইকবাল হোসেন জানান, এ সময় পারের অপেক্ষায় দুই প্রান্তেই অন্তত ২০০ যানবাহন আটকে ছিল। পরে কুয়াশার ঘনত্ব কমে গেলে সকাল ৮টা থেকে আবারও ফেরি চলাচল স্বাভাবিক হয়।
স্টাফ করেসপন্ডেট, ২১ ফেব্রুয়ারি ২০২৩