Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজের উদ্যোগে মাতৃভাষা দিবস উদযাপন
শরীফ

শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজের উদ্যোগে মাতৃভাষা দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ফেব্রুয়ারি ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ ২০২৫ উদযাপন উপলক্ষে ঐতিহ্যবাহী শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজের পক্ষ থেকে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে।

শুক্রবার অমর একুশে ফেব্রুয়ারি ভোরে প্রথমে শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজের শিক্ষক,গভার্ণিংবডির সদস্য,অভিভাবক,শিক্ষার্থীদের নিয়ে বিশাল প্রভাত ফেরি বের করা হয়। প্রভাত ফেরিটি বিদ্যালয় প্রাঙ্গণ হতে শুরু হয়ে সটাকী বাজার হয়ে সুগন্ধি গ্রাম হয়ে বিরীবাঁধ দিয়ে পূনরায় শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে এসে শেষ হয়। শেষে কলেজ ক্যাম্পাসে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিজস্ব প্রাঙ্গণে প্রতিষ্ঠিত ১৯৫২ সালে ভাষা আন্দোলনে শহীদ হওয়া ভাষা শহীদদের প্রতি শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানসূচী শুরু হয়। বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক এবং ঢাকা তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক মোঃ হাফিজুর রহমান কবির ও শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ শরীফ উল্লাহ’র নেতৃত্বে প্রথমে শিক্ষক,গভার্নিংবডির সদস্য ও শিক্ষকরা শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি পুস্পস্তব অপর্ন করেন। এরপর পর্যায়ক্রমে ক্লাশ ওয়ারী শিক্ষার্থীরা ভাষা শহীদদের প্রতি পুস্পস্তবক অপর্ন করেন।

এছাড়া সকাল ৭ টা থেকে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ করা হয়। এদিকে সকাল সাড়ে ৮টার সময় শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে অমর একুশে ফেব্রুয়ারি ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক ঢাকা তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক মোঃ হাফিজুর রহমান কবির।

প্রধান অতিথির হিসেবে তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক মোঃ হাফিজুর রহমান কবির বলেন, ভাষা আন্দোনের সোপান পেরিয়ে আমরা ধীরে ধীরে স্বাধীনতা যুদ্ধের দিকে এগিয়ে গেছি। যখন আমরা স্বৈরাচারের কবলে পড়েছি, তখন বায়ান্ন আমাদের লড়াই করতে উদ্বুদ্ধ করেছে।

তিনি বলেন, বায়ান্নর প্রেরণায় আমরা দীর্ঘ ১৬-১৭ বছর সংগ্রাম করেছি। ফ্যাসিষ্ট খুনি হাসিনার অবৈধ সরকার আমাকে বার বার কারা নির্যাতন করেছে। আমাদের অসংখ্য নেতাকর্মীকে খুন করা হয়েছে, ক্রসফায়ার দেওয়া হয়েছে। ১৫টি বছর খুনি শেখ হাসিনা এ দেশের মানুষের বুকের ওপর পাড়া দিয়ে রক্ত চুষে খেয়েছে। এই প্রেরণায় দীর্ঘ রক্তাক্ত পথ পেরিয়ে জুলাই-আগস্ট (অভুথ্যান) হয়েছে।

তিনি আরও বলেন, অভ্যত্থানের মধ্য দিয়ে ভয়ংকর দুর্নীতিবাজ, উৎপীড়ক, রক্তপিপাসু স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। অথচ গণতন্ত্রের পক্ষে থাকলে তাদেরই ভালো হতো। সভার শেষে তিনি মুক্তিযোদ্ধা, ভাষা সৈনিকসহ বিএনপি নেতাকর্মীসহ জুলাই বিপ্লবের শহীদদের প্রতি শ্রদ্ধ জানান।

হাফিজুর রহমান কবির আরও বলেন,সংস্কারের ঘোষণা দিয়েছিলেন আমাদের নেতা তারেক রহমান। তিনি ৩১ দফা দিয়েছেন, যার মধ্যে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। যে চ্যালেঞ্জের মধ্য দিয়ে বাংলাদেশের আগামী দিনের পরিচ্ছন্ন রাজনীতি গড়ে উঠবে। যে রাজনীতি হবে সাধারণ মানুষের, যে রাজনীতি হবে জনগণের মৌলিক অধিকারের, সেই রাজনীতি ৩১ দফার মধ্যে ঘোষণা করা হয়েছে। যে স্বপ্ন-আশা নিয়ে বিএনপির হাজারো নেতাকর্মী, ছাত্রজনতা ২০২৪ সালের জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ হয়েছেন, তাদের সেই স্বপ্ন-আশা পূরণ করতে পারবো।

তিনি শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজেরশিক্ষার্থীদেরকে অমর একুশের চেতনা এবং ২০২৪ সালের জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি তার কর্নধার হিসেবে তোমাদেরকে আরও উজ্জিবিত হয়ে এগিয়ে যেতে হবে।

শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ শরীফ উল্লাহ’র সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মোঃ নুরুল আমিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন,শরীফ উল্লাহ হাইস্কুল এন্ডস কলেজের সহকারী প্রধান শিক্ষক মোঃ গোলাম ফারুক কাউছার।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক মোঃ কামাল হোসেন খান, শরীফ উল্লাহ হাইস্কুল এন্ডস কলেজের গভার্নিংবডির সদস্য মোঃ লাদেন সরকার, সিনিয়র শিক্ষক আসাদুল্লাহ, সহকারী শিক্ষক মোঃ শাহজালাল, শিক্ষার্থী আল ইমাম সাফি, সাবিকুন্নাহার, সানজিদা আক্তার, রাইসা ইসলাম, মিনহাজুল ইসলাম,ফাঁড়িয়া আক্তার, জোহরা আক্তার, আছিয়া আক্তার শশী,ছোট্ট শিশু নুসাইফা আক্তার প্রমূক। আলোচনা সভা শেষে ১৯৫২ সালে ভাষা আন্দোলনে শহীদ হওয়া ভাষা শহীদদের প্রতি এবং ২০২৪ এর জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে নিহত হওয়া শহীদদের প্রতি বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মিলাদ ও দোয়া করা হয়। মিলাদ ও দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন,মাওলানা মাওলানা মোঃ ইসহাক। আলোচনা সভায় শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ শরীফ উল্লাহ সহ সম্মানিত শিক্ষকগণ তাঁদের বক্তব্যে ভাষা আন্দোলনের বস্তÍুনিষ্ঠ ইতিহাস ও ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরেন।

নিজস্ব প্রতিবেদক, ২১ ফেব্রুয়ারি ২০২৫