কবি ও কথাসাহিত্যিক নুরুন্নাহার মুন্নি ‘শব্দকথা সাহিত্য পুরস্কার ২০২৫’ লাভ করেছেন। শব্দকথা প্রকাশনের আয়োজনে শনিবার (১০ জানুয়ারি) হবিগঞ্জ শিল্পকলা একাডেমিতে তার হাতে প্রধান অতিথি হিসেবে এ পুরস্কার তুলে দেন বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেখক, প্রকাশক ও সম্পাদক মনসুর আহমেদ। বিশেষ অতিথিবৃন্দ ও আমন্ত্রিত অতিথি হিসেবে হবিগঞ্জের শিক্ষাবিদ ও সাহিত্যিকগণ উপস্থিত ছিলেন।
‘ভ্রূণফুল’ কাব্যগ্রন্থের জন্য নুরুন্নাহার মুন্নিকে ‘শব্দকথা সাহিত্য পুরস্কার ২০২৫’ প্রদান করা হয়। এসময় তাকে উত্তরীয়, সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।
উল্লেখ্য, নুরুন্নাহার মুন্নির জন্ম ১৯৮৩ সালে চাঁদপুরে। তিনি প্রাণিবিদ্যায় সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। শিক্ষকতা পেশায় যুক্ত থাকার পর বর্তমানে তিনি লেখালেখি ও সাংগঠনিক চর্চায় সক্রিয় রয়েছেন। মূলত কবিতা, গল্প ও প্রবন্ধ লিখে থাকেন। তিনি সাহিত্য একাডেমি, চাঁদপুর-এর নির্বাহী সদস্য এবং ‘চর্যাপদ সাহিত্য একাডেমি’র প্রতিষ্ঠাকালীন সভাপতি হিসেবে পাঁচ বছর দায়িত্ব পালন করেছেন।
তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে- আধখোলা জানালার আলাপ (কাব্যগ্রন্থ), কেউ থাকে অন্ধকারে (কাব্যগ্রন্থ), গণতন্ত্রে পুরুষতন্ত্র (গল্পগ্রন্থ) এবং ভ্রƒণফুল (কাব্যগ্রন্থ)। পাশাপাশি তিনি লিটল ম্যাগাজিন ‘আখ্যান’ সম্পাদনা করছেন।
লেখালেখির স্বীকৃতিস্বরূপ তিনি এর আগে ময়মনসিংহ লোক সাহিত্য পুরস্কার ২০২৫, সমতটের কাগজ গুণীজন সম্মাননা (২০২১), ফ্রেন্ডস অব হিউম্যানিটি বাংলাদেশ অ্যাওয়ার্ড (২০২২), মুন্সীগঞ্জ সাহিত্য পরিষদ সম্মাননা (২০২৩)-সহ একাধিক পুরস্কার ও সম্মাননা লাভ করেন।
প্রতিবেদক: অপু চৌধুরী/
১১ জানুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur