২২ মার্চ দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবে মেরাজ। সোমবার ২৪ মার্চ দেশের আকাশে ১৪৪১ হিজরি সনের রজব মাসের চাঁদ দেখা যায়নি। তাই বুধবার থেকে শুরু হবে নতুন মাস। সোমবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
চাঁদ দেখা কমিটির সভাপতি ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো.আব্দুল্লাহ সাংবাদিকদের বলেন, ‘আজ দেশের আকাশে রজব মাসের চাঁদ দেখা যায়নি। ফলে বুধবার ২৬ ফেব্রুয়ারি থেকে রজব মাস গণনা শুরু হবে। তাই ২৬ রজব বা ২২ মার্চ দিবাগত রাতে সারাদেশে শবে মেরাজ পালিত হবে।’
২৬ রজব দিবাগত রাতটি লাইলাতুল মেরাজ বা শবে মেরাজ হিসেবে পরিচিত। এ রাতে মহানবী (সা.) মেরাজে গমন করেন এবং সেখানে আল্লাহর সঙ্গে কথোপকথন হয় বলে কোরআন-হাদিসে উল্লেখ আছে। শবে মেরাজেই নামাজ ফরজ করা হয় মুসলমানদের ওপর। এজন্য রাতটি বিশেষ গুরুত্বের সঙ্গে পালিত হয়ে থাকে উপমহাদেশে।
রজব মাস শুরুর মধ্য দিয়ে পবিত্র রমজানের দিনক্ষণ গণনা শুরু হয়। এর ঠিক দু’মাস পর শুরু হয় রমজান। এজন্য রজব মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মুসলমানরা রমজানের প্রস্তুতি নিতে থাকেন।
ঢাকা ব্যুরো চীফ, ১২ মার্চ ২০২০