ধর্মীয় মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে মঙ্গলবার (১ মে) রাতে সারাদেশে পবিত্র শবে বরাত পালিত হচ্ছে। দিবসটি মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত মহিমান্বিত। সেই মহিমান্বিত দিনে স্ত্রীর ঘরের কাজে সহযোগিতা করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
মঙ্গলবার বিকেলে শবে বরাতের প্রস্তুতি ও ঘরের কাজে স্ত্রীকে সহযোগিতা করা নিয়ে কয়েকটি ছবি নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন প্রতিমন্ত্রী পলক। ওই পোস্টে প্রতিমন্ত্রী পলক লিখেছেন, ‘শবে বরাতের প্রস্তুতি। ঘরের কাজে একটু হাত লাগানো।’
প্রতিমন্ত্রীর পোস্ট করা ওই ছবিগুলোতে দেখা যায়, রুটি বানাচ্ছেন প্রতিমন্ত্রী। পাশে বসে দেখছেন তার স্ত্রী আরিফা জেসমিন। নিজের বানানো রুটি উঁচিয়ে ধরেছেন তিনি। প্রতিমন্ত্রীর রুটি বানানোর দৃশ্য দেখে হাসছেন স্ত্রী।
প্রতিমন্ত্রী পলকের আরেকটি ছবিতে দেখা যায়, তিনি খিচুড়ি রান্না করছেন। পাশে দাঁড়িয়ে আছেন স্ত্রী। এ সময় প্রতিমন্ত্রী ও তার স্ত্রীকে প্রাণবন্ত দেখা যায়।
স্ত্রীকে ঘরের কাজে সহযোগিতা করার এসব ছবি ফেসবুকে পোস্ট করার পর অনেকেই প্রতিমন্ত্রীকে বাহবা দিয়েছেন। আবার অনেকেই প্রতিমন্ত্রী ও তার স্ত্রীর প্রশংসা করেছেন।
শিমুল আপন নামে একজন প্রতিমন্ত্রীর ওই পোস্টে মন্তব্য করেছেন, ‘সত্যিকার সাধারণ মানুষ। কে বলবে উনি আমাদের দেশের একজন মন্ত্রী। সত্যিই আমাদের দেশের নেতাগুলো যদি এমন সাধারণ মনের হতে পারতো।’
মিজানুর রহমান নামে একজন মন্তব্য করেছেন, ‘চমৎকার। স্ত্রীর কাজে সহযোগিতা করা একজন স্বামীর ঈমানি দায়িত্ব। আপনাদের দাম্পত্য জীবন আরও সুখী ও সুন্দর হোক।’
অ্যাডভোকেট রানা মিত্র ওই ছবিতে মন্তব্য করেছেন, ‘চমৎকার। আনন্দের মুহূর্ত। অনেক সুন্দর লাগছে। নিজের দিকে খেয়াল রাখুন নেতা।’
সোহাগ চকদার নামে একজন মন্তব্য করেছেন, ‘পলকের কাজে পুলকিত হলাম। ভাই খুব ভালো লাগলো। এভাবেই যতটুকু সম্ভব স্ত্রীকে সহযোগিতা করা সবার কর্তব্য। ভাই-ভাবিকে অনেক অনেক শুভেচ্ছা, অসীম শুভ কামনা।’
অ্যাডভোকেট জীবন ওই ছবিতে মন্তব্য করেছেন, ‘ভাই, অসাধারণ। রুটি-হালুয়ার দাওয়াত পাইলাম না। এর কারণ কি? আপনার হাতের রুটি দারুণ হয়েছে।’ (জাগো নিউজ)