কুমিল্লার চান্দিনায় মসজিদে পবিত্র শবে বরাতের নামাজ আদায়রত অবস্থায় জহিরুল ইসলাম (৪৪) নামে এক মুসল্লি মারা গেছেন।
২৯ মার্চ সোমবার দিনগত রাত সাড়ে ৯টায় চান্দিনা উপজেলার শুহিলপুর ইউনিয়নের বড়ইয়া কৃষ্ণপুর গ্রামের মান্নান ভূইয়া বাড়ির জামে মসজিদে এ ঘটনা ঘটে।
নিহত জহিরুল ইসলাম বড়ইয়া কৃষ্ণপুর গ্রামের মৃত ইব্রাহীম বেপারীর ছেলে।
নিহতের নিকটাত্মীয় আলহাজ্ব কাজী মোখলেছুর রহমান জানান, শবেবরাতের নামাজ আদায়কালে হঠাৎ মাথা ঘুরে পড়ে যায় জহিরুল। উপস্থিত মুসল্লিরা তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে ততক্ষণে তিনি মারা যান।
স্টাফ করেসপন্ডেট,৩০ মার্চ ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur