স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে দেশবাসীর সঙ্গে শপথ নিয়েছেন মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা,কর্মচারীরা,উপজেলার বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, পেশাজীবী, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সদস্য, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, নারী, কৃষক, শ্রমিক, শিক্ষার্থীসহ সমাজের সর্বস্তরের হাজার হাজার মানুষ ।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর)) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে শপথ বাক্য পাঠ করান। বিকেল পৌনে ৫টায় এই শপথ অনুষ্ঠান হয়। মতলব উত্তর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সংলগ্ন বটছায় মিলনায়তনে প্রধানমন্ত্রী এই শপথ বাক্য পাঠ করা অনুষ্ঠান প্রজেক্টরের মাধ্যমে সম্প্রচারের ব্যবস্থা করা হয়।
উপজেলা নির্বাহী গাজী শরিফুল হাসানের নেতৃত্বে উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা, মতলব উত্তর থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামালের নেতৃত্বে থানা পুলিশ, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হকের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা শপথ বাক্য পাঠ করেন। প্রধানমন্ত্রীর শপথ বাক্য পাঠ করা অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.নুশরাত জাহান মিথেনের নেতৃত্বে স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে যুক্ত হয়ে শপথ নেন নানা শ্রেণিপেশার মানুষ। দেশের অন্যান্য স্থানের সবাই সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান অনুসরণ করে শপথ অনুষ্ঠানে যোগ দেন। এছাড়া এতে মতলব উত্তর উপজেলার বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, পেশাজীবী, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সদস্য, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, নারী, কৃষক, শ্রমিক, শিক্ষার্থীসহ সমাজের সর্বস্তরের হাজার হাজার মানুষ লাল-সবুজ টি-শার্ট, ক্যাপ ও পতাকা হাতে অংশ নেন।
এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা স্ব-স্ব বাহিনীর নির্ধারিত পোশাকেই এই বিশাল শপথগ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
নিজস্ব প্রতিবেদক