আজ শনিবার ২৮ মে চাঁদপুরের কচুয়া উপজেলার ইউপি নির্বাচনে ১২টি ইউনিয়নের ১ শ’ ২৭টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৯৫টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে।
শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের লক্ষ্যে ৮ প্লাটুন বিজিবি,র্যাব,অতিরিক্ত পুলিশ,আনসার বিডিপি মোতায়েন করা হয়েছে। বিশৃঙ্খলা দমনে ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
কচুয়া থানার ওসির্ মুহম্মদ ইবরাহিম খলিল বলেন- নির্বাচন সুষ্ঠ ভাবে সম্পন্ন করার জন্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৬ জন ,সংরক্ষিত মহিলা সদস্য ১শ’ ৮জন ও সাধারণ সদস্য ৫ শ’ ১৭ জন বিভিন্ন প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জিসান আহমেদ নান্নু,
: আপডেট, বাংলাদেশ সময় ৭:০০ পিএম, ২৭ মে ২০১৬, শুক্রবার
ডিএইচ