বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৪০ লাখ ৯৫ হাজারের বেশি মানুষ। একইসঙ্গে শনাক্ত সংখ্যা ছাড়িয়েছে ১৯ কোটি ৮ লাখেরও বেশি।
মঙ্গলবার ২০ জুলাই সকাল ৮ টায় জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত ১৯ কোটি আট লাখ ৬৩ হাজার ৬৬২ জনকে শনাক্ত করা হয়েছে এবং মারা গেছেন ৪০ লাখ ৯৫ হাজার ৬০০ জন।
এতে আরও বলা হয়েছে, করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে শনাক্ত হয়েছেন ৩ কোটি ৪১ লাখ ২৯ হাজার ৫১৬ জন এবং মারা গেছেন ৬ লাখ ৯ হাজার ২৩৩ জন।
আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে থাকা ভারতে শনাক্ত হয়েছেন ৩ কোটি ১১ লাখ ৪৪ হাজার ২২৯ জন। মৃত্যুর দিক থেকে তৃতীয় স্থানে থাকা ভারতে এ পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ১৪ হাজার ১০৮ জন।
মৃত্যুর দিক থেকে দ্বিতীয় ও সংক্রমণের দিক থেকে তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে আক্রান্ত হয়েছেন ১ কোটি ৯৩ লাখ ৯১ হাজার ৮৪৫ জন এবং মারা গেছেন পাঁচ লাখ ৪২ হাজার ৭৫৬ জন।
এ ছাড়াও, জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বে করোনার টিকা দেওয়া হয়েছে ৩৬৪ কোটি ৬৫ লাখ ছয় হাজার ২৮৮ ডোজ।
উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী,দেশে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮ হাজার ১২৫ জন এবং শনাক্ত হয়েছেন ১১ লাখ ১৭ হাজার ৩১০ জন ।
আন্তর্জাতিক ডেস্ক , ২০ জুলাই ২০২১
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur