করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে এ পর্যন্ত মারা গেছেন ৫৫ লাখ ৮৩ হাজারের বেশি মানুষ। একইসঙ্গে শনাক্ত হয়েছেন ৩৪ কোটি ৫৭ লাখের ওপরে।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ১০ হাজার ৭৫২ জন এবং শনাক্ত হয়েছেন ৩৮ লাখ ৫৩ হাজার ৮৭৯ জন।
এর আগের ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ৭ হাজার ৯৩৭ জন এবং শনাক্ত হয়েছেন ৪০ লাখ ২৯ হাজার ৬৫০ জন।
শনিবার ২২ জানুযারি সকাল সাড়ে ৮টায় জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত ৩৪ কোটি ৫৭ লাখ ৪৭ হাজার ৭০২ জনকে শনাক্ত করা হয়েছে এবং মারা গেছেন ৫৫ লাখ ৮৩ হাজার ৮৮৬ জন।
এতে আরও বলা হয়েছে, করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে শনাক্ত হয়েছেন ৭ কোটি ১ লাখ ৬৬ হাজার ৩২৯ জন এবং মারা গেছেন ৮ লাখ ৬৪ হাজার ৪৮৯ জন।
আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে থাকা ভারতে শনাক্ত হয়েছেন ৩ কোটি ৮৫ লাখ ৬৬ হাজার ২৭ জন। মৃত্যুর দিক থেকে তৃতীয় স্থানে থাকা ভারতে এ পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৮৮ হাজার ৩৯৬ জন।
এ ছাড়াও, জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টারের তথ্য অনুযায়ী,এ পর্যন্ত বিশ্বে করোনার টিকা দেয়া হয়েছে ৯৭৬ কোটি ৪৩ লাখ ৫৪ হাজার ৩৯ ডোজ।
উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮ হাজার ১৯২ জন এবং মোট শনাক্ত হয়েছেন ১৬ লাখ ৬৪ হাজার ৬১৬ জন।
বার্তা কক্ষ , ২২ জানুয়ারি ২০২২
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur