চাঁদপুরে করোনা শনাক্ত ১৩ হাজার ছাড়াল, মৃত্যু ২১৪

চাঁদপুরে ২৯৩টি নমুনার মধ্যে ৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৩০১০জন। একই দিনে করোনায় মারা গেছেন ৪জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২১৪জন।

শুক্রবার নমুনা অনুপাতে আক্রান্ত শনাক্তের হার ২৫.৯০%। তবে এ দিন জেলায় রেপিড অ্যান্টিজেন টেস্ট হয়নি। চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।

নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৪৪জন, হাজীগঞ্জের ১৪জন, ফরিদগঞ্জের ৮জন, মতলব দক্ষিণের ৮জন, হাইমচরের ১জন, মতলব উত্তরের ১জন রয়েছেন।

একই দিনে ৩৩৬ জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ১১৯জন, ফরিদগঞ্জের ৪৪জন, হাজীগঞ্জের ২৬জন, মতলব দক্ষিণের ১২জন, কচুয়ার ২৩জন, মতলব উত্তরের ১২জন, শাহরাস্তির ৬২জন ও হাইমচরের ৩৮জন।

এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ৯৭১৬জনকে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩০৭৮জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ৯৯জন। বাকীরা হোম আইসোলেশনে আছেন।

চাঁদপুর করেসপন্ডেট

Share