শত প্রতিকূলতার মাঝেও দর্শকের আস্থা অর্জনে শতভাগ কাজ করছে এনটিভি

দেশের অন্যতম জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন এনটিভির ২২ বছরে পদার্পণ উপলক্ষে চাঁদপুরে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ জুলাই) সকালে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে বর্ণিল আয়োজনে এনটিভির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত (অতিরিক্ত পুলিশ সুপার) সুদীপ্ত রায়সহ অতিথিরা।

চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি রিয়াদ ফেরদৌসের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন এনটিভি চাঁদপুর জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম। প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে এনটিভির প্রতিনিধি শরীফুল ইসলামকে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামের পক্ষে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্তের সভাপতিত্বে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শরীফ চৌধুরী, ইকবাল হোসেন পাটওয়ারী, গিয়াসউদ্দিন মিলন, সাবেক সাধারণ মানুষ রহিম বাদশা, আল ইমরান শোভন, জেলা পুলিশের ডিআইও-১ মো. মনিরুল ইসলাম, চাঁদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী, সময় টিভির সিনিয়র রিপোর্টার ফারুক আহম্মদ, এখন টিভির স্টাফ রিপোর্টার তালহা জুবায়ের, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি মাসুদ আলম, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম আতিক, ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি মনিরুজ্জামান বাবলু, একাত্তর টিভির জেলা প্রতিনিধি মোঃ আল আমিন ভূঁইয়া, এটিন নিউজের জেলা প্রতিনিধি বিল্লাল হোসেন ঢালী, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শাওন পাটোয়ারী, সাবেক সাধারণ সম্পাদক কে এম মাসুদ, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি মিজানুর রহমান, ডেইলি সানের জেলা প্রতিনিধি সেলিম রেজা, বাণিজ্য প্রতিদিনের জেলা প্রতিনিধি শেখ আল মামুন, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি শাহরিয়া পলাশ, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম অনিক, বাংলা টিভির জেলা প্রতিনিধি রহমান রুবেল, দৈনিক চাঁদপুর প্রতিদিনের সিনিয়র রিপোর্টার মোঃ আলমগীর হোসেন পাটোয়ারী, সিনিয়র সাংবাদিক মানিক দাস, চাঁদপুর সময় পত্রিকার বার্তা সম্পাদক আশিক বিন রহিম, দৈনিক শপথের সিনিয়র স্টাফ রিপোর্টার রায়হান বাবু, সংবাদ প্রতিদিনের জেলা প্রতিনিধি শাহ আলম, সুদীপ্ত চাঁদপুর পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার মাইনুল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। আয়োজনে সার্বিক সহযোগিতা করেছেন দৈনিক চাঁদপুর প্রবাহের প্রধান নির্বাহী সম্পাদক আলহাজ ওমর পাটওয়ারী ও বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মো. বিল্লাল হোসাইন গাজী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সময়ের সাথে আগামীর পথে স্লোগান নিয়ে এনটিভি দেশের সফল গণমাধ্যম। এনটিভি শুরু থেকে নিরপেক্ষতা বজায় রেখে সর্বমহলে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছে। এত চ্যানেলের ভিড়ে এনটিভি এখনও দর্শকপ্রিয়তা ধরে রেখেছে। বিভিন্ন অনুষ্ঠান ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে নন্দিত একটি গণমাধ্যমে পরিণত হয়েছে। শত প্রতিকূলতার মাঝেও দর্শকের আস্থা অর্জনে শতভাগ কাজ করছে এনটিভি। ভবিষ্যতেও চ্যানেলটি মানুষের পাশে থাকবে বলে আশা প্রকাশ করেন অতিথিরা।

উল্লেখ্য, ২০০৩ সালের ৩ জুলাই শুরু এনটিভির আনুষ্ঠানিক সম্প্রচার। দেশের ভাষা ও সংস্কৃতির মর্যাদা অক্ষুণ্ণ রাখা ও রুচিশীল বিনোদনের মাধ্যমে সংস্কৃতিকে এগিয়ে নেওয়াই চ্যানেলটির অন্যতম প্রয়াস। এই প্রয়াসে তৈরি নানা আয়োজন শুরুতেই দর্শকের মন কেড়ে নেয়; বাড়তে থাকে জনপ্রিয়তা। দীর্ঘ ২১ বছরের পথপরিক্রমায় দিনদিন বেড়েছে চ্যানেলটির দর্শকপ্রিয়তা। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি নিত্যনতুন অনুষ্ঠানমালায় কোটি কোটি দর্শকের হৃদয় জয় করেছে। ভিন্নমাত্রা পেয়েছে এর সমাজ, রাজনীতি, খেলাধুলা, অর্থনীতি, আন্তর্জাতিক অঙ্গন নির্ভর সংবাদ। শিল্প-সাহিত্য, বিনোদনেও ছিল দর্শকপ্রিয়তা।

স্টাফ রিপোর্টার,৩ জুলাই ২০২৪

Share