চাঁদপুর শহরের পুরানবাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে অল্পের জন্যে রক্ষা পেয়েছে শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান । ২ আগস্ট রোববার রাত পৌনে এগারোটায় সময় বাতাসা পট্টিতে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে চাঁদপুর ফায়ার সার্ভিস দক্ষিণ ইউনিটে সিনিয়র স্টেশন অফিসার এমরান হোসেনের নেতৃত্বে দমকল বাহিনী, পুরানবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মাসুদ হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্য এবং স্থানীয় কমিউনিটি পুলিশ ও বাজার ব্যবসায়ীরা সমন্বিত প্রচেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই এলাকার চিত্তরঞ্জনদের বন্ধ মুদি দোকানের মিটার সংযুক্ত তারে শর্ট সার্কিট থেকে প্রচন্ড ধোঁয়া বের হয়। বিষয়টি স্থানীয়রা দেখতে পেয়ে তৎক্ষণাৎ পুরান বাজারস্থ ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে দ্রুত দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।
চাঁদপুর ফায়ার সার্ভিস দক্ষিণ ইউনিটের সিনিয়র স্টেশন অফিসার এমরান হোসেন জানান, মুড়ি দোকানটির মিটার সংযুক্ত তারে শর্ট সার্কিট থেকে ধোঁয়ার সৃষ্টি হয়। খবর পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
তিনি আরো জানান ভাগ্য ভালো যে, বড় ধরনের দুর্ঘটনা থেকে আল্লাহ পাক ব্যবসায়ীদের রক্ষা করেছে।
প্রতিবেদক : আশিক বিন রহিম, ৩ আগস্ট ২০২০