Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / ‘শতভাগ মাদক নির্মুল করতে সংঘবদ্ধভাবে এগিয়ে আসতে হবে’
শতভাগ

‘শতভাগ মাদক নির্মুল করতে সংঘবদ্ধভাবে এগিয়ে আসতে হবে’

চাঁদপুরের মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ সালেহ আহম্মদ বলেন, এলাকাবাসী সংঘবদ্ধ থেকে পুলিশকে সহায়তা করলে মাদক নির্মুল করা কঠিন কাজ নয়।মাদকের সাথে আমাদের কোনো ধরনের আপোষ নেই। গত ২৩ নভেম্বর শনিবার রাত ৭টায় নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের খিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাদক,ইভটিজিং, বাল্যবিয়ে এবং কিশোরগয়াংয়ের বিরুদ্ধে গণ সচেতনতা মুলক সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, বর্তমানে মতলব দক্ষিণ থানার সেবা আর বিগত সময়ের সেবার মান নিয়ে আপনারই যাচাই-বাছাই করবেন। ইনশাআল্লাহ বর্তমানে সেবা নিয়ে কোন অভিযোগ থাকবে৷ না। অনেকটা পাল্টে গেছে থানা এলাকার চিত্র। কমেছে মাদক, জুয়া, চাঁদাবাজি, ছিনতাই, বাল্যবিবাহ, কিশোর অপরাধসহ নানা ধরনের অপরাধ। বেড়েছে সেবার মান। সেইসঙ্গে পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থাও বেড়েছে।

ওসি মোঃ সালেহ আহম্মদ আরো বলেন, কখনো অন্যায়ের সঙ্গে আপোসও করবো না। যেখানেই অপরাধ সংগঠিত হবে সেখানেই আইন প্রয়োগ করে আইনানুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই অপরাধীরা অপরাধ ছাড়ুন, না হয় এলাকা ছাড়ুন। সরেজমিনে দেখা যায়, একজন সেবা প্রার্থী ওসি কক্ষে প্রবেশ করতে অনুমতি চাইলে ওসি বলেন, আমি আপনাদের সেবক। ভেতরে আসতে অনুমতির প্রয়োজন নেই, ভেতরে আসুন।

ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লোকমান হোসেন প্রধানের সভাপতিত্বে আরো বক্তব্যে রাখেন অত্র ইউনিয়নের বিট অফিসার ও মতলব দক্ষিণ থানার এসআই মতলব দক্ষিণ ফারুক উল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃআলাউদ্দিন মিয়া, ছাত্র তানভীর হসেন প্রমুখ।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ২৪ নভেম্বর ২০২৪