Home / উপজেলা সংবাদ / কচুয়া / শতভাগ পাশ কচুয়া মনপুরা বাতাবাড়িয়া জাফর আলী মেমোরিয়োল উবি
বাতাবাড়িয়া

শতভাগ পাশ কচুয়া মনপুরা বাতাবাড়িয়া জাফর আলী মেমোরিয়োল উবি

কচুয়া উপজেলার মনপুরা-বাতাবাড়িয়া জাফর আলী মেমোরিয়োল উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায়ে শতভাগ পাস করেছে। ১১১ জন পরীক্ষায়ে অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছেন ১৬ জন। আজ রোববার বেলা ১১টায়ে পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। এতে পরীক্ষার্থীদের মধ্যে আনন্দ-উল্লাস ও উচ্ছ্বাস দেখা যায়।

বিদ্যালয়ে সূত্রে জানা গেছে, ওই বিদ্যালয়ে থেকে এর আগে ২০২৩ সালে এসএসসিতে মোট ৬৪ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায়ে অংশগ্রহন করে সকলেই সাফল্যের সাথে উত্তীর্ণ হয়ে। স্থানীয়ে সূত্রে জানা গেছে, বিদ্যালয়েটি প্রায়ে প্রতি বছর শতভাগ পাসসহ ভালো রেজাল্ট করে আসছে।

বিদ্যালয়ের সভাপতি ও তরুণ সমাজসেবক, রাজনীতিবিদ ফয়সাল আজাদ রুবেল বলেন, শিক্ষক-শিক্ষিকাদের পরিশ্রমে শিক্ষার্থীরা পড়াশুনার প্রতি আন্তরিক থাকায়ে এসএসসিতে ভালো ফলাফল অর্জন করেছে। আমার বিশ্বাস বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী ভবিষ্যতে আরো ভালো ফলাফল অর্জন করবে এবং বিদ্যালয়ের সুনাম ধরে রাখবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা বলেন, ম্যানেজিং কমিটি, শিক্ষকবৃন্দ ও এলাকাবাসীর আন্তরিক প্রচেষ্টায়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে। ভবিষ্যতে শিক্ষার্থীরা যেনো আরো ভালো ফলাফল অর্জন করে প্রতিষ্ঠিত হতে পারে সেজন্য শিক্ষার্থীদের মঙ্গল কামনা করছি।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল হান্নান মজুমদার, শুভাকাঙ্ক্ষী জসিম উদ্দিন ও ইউনিয়েন যুবলীগের যুগ্ন-আহবায়েক আমির হোসেন জানান, প্রয়োত শিক্ষানুরাগী ও শিল্পপতি নুরুল আজাদের মৃত্যুর পর ফয়েসাল আজাদ রুবেল দায়িত্ব নেয়োর পর থেকে তার সার্বিক দিক নির্দেশনায়ে বিদ্যালয়েটি প্রতিবছর শতভাগ পাস সহ ভালো রেজাল্ট করে আসছে। ভালো ফলাফল করায়ে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে শিক্ষার্থী ও শিক্ষকদের অভিনন্দন জানাই।

এদিকে বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী পাস করায় শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে আনন্দ-উল্যাস বিরাজ করছে।