শতবর্ষী রসুল গাজীকে ঘর তৈরি করে দিলেন শেখ ফরিদ আহমেদ মানিক
বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শতবর্ষী রসুল গাজীকে নতুন ঘর নির্মান করে দিলেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। আজ রোববার বাদ আছর চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়ন ৭নং ওয়ার্ডের তুলাতলী এলাকায় শতবর্ষী রসুল গাজীর কাছে চাবি হস্তান্তরের মাধ্যমে নির্মান করা নতুন ঘর বুঝিয়ে দেন বিএনপির নেতৃবৃন্দ।
এরপূর্বে শতবর্ষী রসুল গাজী নতুন ঘরে মিলাদ ও দোয়া করা হয়। এসময় মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা এবং বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
ঘর হস্তান্তর ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন মাঝি, সদস্য অ্যাড. আলম খান মঞ্জু, কাজী জাহাঙ্গীর আলম মিন্টু, সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আব্দুল মান্নান খান কাজল, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাকিল আহমেদ, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি মো. জিসান আহমেদ, তরপুরচন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নাজমুল আহসান, সাধারণ সম্পাদক মো. শাহাদাত মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর সর্দার, ইউনিয়ন যুবদলের সভাপতি মো. আইযুব আলী, সাধারণ সম্পাদক মো. শাহালম দর্জি, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. ওমর গাজী, সাধারণ সম্পাদক মো. কাউছার আখন্দ, ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী অহিদা আক্তার মুন্নি, সাধারণ সম্পাদক শিল্পী বেগম, সাংগঠনিক সম্পাদক মিতু আক্তারসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ছাত্রদলের নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করতে আসলে। শতবর্ষী রসুল গাজীর জরাজীর্ণ ঘরে কষ্টের জীবনযাপন চোখে পড়ে। বিষয়টি তারা সোশ্যাল মিডিয়ার প্রচার করলে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে।তারেক রহমান চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিককে রসুল গাজীর জন্য একটি নতুন বাড়ি তৈরির নির্দেশ দেন। নির্দেশ পাওয়ার পরপরই শেখ ফরিদ আহমেদ মানিক নিজ উদ্যোগে নগদ অর্থ সহায়তা প্রদান করেন এবং জেলা ও পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের দ্রুত ঘর নির্মাণের দায়িত্ব দেন।
স্টাফ রিপোর্টার/
২৩ নভেম্বর ২০২৫