বাংলাদেশের ক্রিকেটে আজ রচিত হলো এক নতুন ইতিহাস। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সাক্ষী হলো এক অনন্য মাইলফলকের। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নেমেই প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ১০০তম টেস্ট খেলার অবিস্মরণীয় কীর্তি গড়লেন মুশফিকুর রহিম। এই মাহেন্দ্রক্ষণকে স্মরণীয় করে রাখতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং সতীর্থরা আয়োজন করেছিল বিশেষ সংবর্ধনার।
বুধবার সকালে টসের পরপরই শুরু হয় মুশফিককে সম্মাননা জানানোর পালা। মাঠে উপস্থিত ছিলেন তার পরিবারের সদস্যরাও। গ্যালারিতে দর্শকদের হাতে ছিল প্রিয় তারকার ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন।
২০০৫ সালে লর্ডসে যার হাত ধরে টেস্ট অভিষেক হয়েছিল, সেই হাবিবুল বাশার সুমনই আজ মুশফিকের মাথায় পরিয়ে দিলেন ‘১০০’ খোদাই করা বিশেষ টেস্ট ক্যাপ। এছাড়া জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান উপহার দেন বিশেষ ব্যাগি ক্যাপ। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং পরিচালক নাজমুল আবেদীন ফাহিম মুশফিকের হাতে তুলে দেন বিশেষ সম্মাননা ক্রেস্ট।
আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল মুশফিকের অভিষেক টেস্ট এবং শততম টেস্টের স্কোয়াডে থাকা সতীর্থদের স্বাক্ষর করা একটি জার্সি, যা যৌথভাবে তার হাতে তুলে দেন বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও হাবিবুল বাশার।
সতীর্থ ও অগ্রজ মুশফিককে অভিনন্দন জানিয়ে শান্ত বলেন, ‘ছোটবেলা থেকেই আপনাকে অনুসরণ করি, অনুপ্রাণিত হই। সবাই আপনার কঠোর পরিশ্রমের কথা বলে, কিন্তু আমি বলব আপনি সবসময় ব্যক্তিগত মাইলফলক নয়, বরং নিজেকে নিংড়ে দিয়ে দলের জন্যই খেলেন। এটাই তরুণদের জন্য বড় অনুপ্রেরণা।’
এমন সম্মাননায় আপ্লুত মুশফিক সংক্ষিপ্ত বক্তব্যে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমার পরিবার, সতীর্থ এবং কোচ চলার পথে যারা পাশে ছিলেন, সবাইকে ধন্যবাদ। আমি বাংলাদেশ ক্রিকেটের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আয়ারল্যান্ড দলকেও ধন্যবাদ এই মুহূর্তে পাশে থাকার জন্য।’
চাঁদপুর টাইমস ডেস্ক/
১৯ নভেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur