‘শক্তির জোরে বেশি দিন ক্ষমতা ধরে রাখা যায় না’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘একটি স্বাধীন দেশে সরকার কখনো ক্ষমতাসীন হতে পারে না। সরকার দায়িত্বশীল বা দায়িত্বপরায়ণ হতে পারে। শক্তির জোরে বেশি দিন ক্ষমতা ধরে রাখা যায় না’

সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে প্রবীণ সাংবাদিক ও খ্যাতিমান বুদ্ধিজীবী সাদেক খান স্মরণে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘ডেমোক্রেটিক মুভমেন্ট’ এ স্মরণ সভায় আয়োজন করে।

তিনি বলেন, ‘শক্তির জোরে বেশি দিন ক্ষমতা ধরে রাখা যায় না। একটা স্বাধীন দেশে তারা (আওয়ামী লীগ সরকার) নিজেদের ক্ষমতাসীন মনে করছে। তারা প্রকৃত দায়িত্বশীল না।’

তিনি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত এ দেশে সুষ্ঠু গণতন্ত্র প্রশস্ত না হবে ততক্ষণ পর্যন্ত বিচ্ছিন্ন ঘটনা ঘটবে। আর আমাদের দেশ যদি অন্যের কথায় চালাতে হয় তাহলে দেশের সঠিক গণতন্ত্র ফিরবে না।’

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ৮০০ কোটি টাকা লুটের ঘটনায় তিনি বলেন, ‘ব্যাংকের গচ্ছিত টাকা লুটের ব্যাপারে সরকার চুপ, এফবিআই তদন্তেও কোনো প্রমাণ মিলছে না। তাই সরকার চোপা দিয়ে সবকিছু চাপা দেয়ার চেষ্টা করছে। তবে বলা যায় না, কে কোন জালে ধরা পরেন।’

তিনি আরো বলেন, ‘আজকে অনেকে বর্তমান সরকারকে হিমালয়ের পাথর মনে করে। তারা মনে করে, এ শক্তিকে কখনো সরানো যাবে না। আমি তা কখনো বিশ্বাস করি না। আমরা যদি একত্র হয়ে সংগঠিত হতে পারি তাহলে বর্তমান সরকারের বুলেট, গুলি কোনো বাধাই আমাদের আটকে রাখতে পারবে না।’

আসলাম চৌধুরী প্রসঙ্গে তিনি বলেন, ‘আসলামকে গ্রেপ্তার করে সাত দিনের রিমান্ড দেয়ার পরে ভারতের ইশারায় তাকে কোনো জিজ্ঞাসা করা হয়নি। দিল্লি থেকে ফোন আসার কারণে সরকার তার বিরুদ্ধে কোনো কিছু করতে পারছে না। কিন্তু আমরা বন্ধুত্ব চাই, কোনো দেশের দাসত্ব নয়। একটি রাষ্ট্রীয় মর্যাদায় বন্ধুত্ব চাই। তাদের কথা মত আমাদের দেশ চালাতে হলে বলবো ‘উই আর আনফিট।’

শফিক রেহমান প্রসঙ্গে তিনি বলেন, ‘নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর করতে তিন বছর সময় নিয়েছে সরকার আর আমি ভেবেছিলাম শফিক রেহমানের মৃতুদণ্ড কার্যকর করতে সপ্তাহ খানেক সময় নেবে।’

স্মরণ সভায় অন্যদের মধ্যে কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু, মুক্তিযোদ্ধা জাফরউল্লাহ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান উপস্থিত ছিলেন।

নিউজ ডেস্ক : আপডেট ৫:৫৯ পিএম, ২৩ মে ২০১৬, সোমবার
এইউ

Share