রবিবার (১৪ মে ) ‘মাদার্স ডে’ উপলক্ষে কলকাতার ধর্মতলায় অবস্থিত ইন্ডিয়ান মিউজিয়ামে সন্তানদের স্তন্যপান করাতে মায়েদের জন্য তৈরি করা হচ্ছে ‘ল্যাকটেশন রুম’বা স্তন্যদান ঘর। শুক্রবার (১২ মে )যাদুঘর কর্তৃপক্ষের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।
ইন্ডিয়ান মিউজিয়ামের ডিরেক্টর-ইন-চার্জ জয়ন্ত সেনগুপ্ত বলেন, আমরা দীর্ঘদিন ধরেই লক্ষ্য করেছি অল্প বয়সী মায়েরা,যারা দুধের সন্তানদের নিয়ে যাদুঘর পরিদর্শন করতে আসেন তাদের স্তন্যপান করাতে আলাদা ঘরের প্রয়োজন হয়। আমি যতদূর জানি,ভারতে কোনো যাদুঘরেই মায়েদের জন্য এ সুবিধা নেই। এখানে মায়েদের বসার ব্যবস্থা রাখার পাশাপাশি ওয়াশরুমও থাকবে।
ভারতের সবচেয়ে পুরোনো এ যাদুঘরের নিচের তলায় থাকবে এ ল্যাকটেশন রুম। যেখানে সন্তানদের স্তন্যপানের সঙ্গে মায়েরা একটু বিশ্রামও নিতে পারবেন। যাদুঘরকে আরও দর্শণার্থীবান্ধব করে তুলতে এ নতুন সুবিধা অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে জানান তিনি।
নিউজ ডেস্ক
আপডেট, বাংলাদেশ সময় ৪ : ৫০ পিএম, ১৩ মে ২০১৭, শনিবার
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur