মতলব উত্তর

মতলবে ল্যাংটার মেলায় অশ্লীল নৃত্য, রমরমা মাদক ও দেহব্যবসা

অশ্লীল নৃত্য, দেহব্যবসা, গাঁজার রমরমা আসর, কথিত ধর্মীয় গান ও মজমা বসায় মধ্য দিয়ে চলছে ল্যাংটার মেলা। প্রতিদিন অশ্লীল নৃত্যের তালে তালে ছিটানো হচ্ছে টাকা।

ছোট ছোট খুপরিতে চলছে দেহব্যবসা, স্থানে স্থানে পাগলের ভক্তরা গাঁজার মজমা বসিয়ে গাঁজা সেবন করছে। আর কিছু ভক্তরা মাজার জিয়ারত করছে। এ যেন মেলা নয়, অপরাধীদের নিরাপদ স্বর্গ রাজ্য।

ল্যাংটার মেলাকে কেন্দ্র করে আনন্দের হিল্লোলসহ ল্যাংটা নৃত্য, দেহব্যবসা, গাঁজার রমরমা আসর, ধর্মীয় গান ও মজমা বসায় প্রতিবছর পুণ্যের আশায় ভক্তরা। এ মেলায় দোকান বসে প্রায় ৫ সহ¯্র্রাধিক। মেলা চলাকালীন ছোট দোকানে ভাড়া দিচ্ছে ১ সপ্তাহের জন্য ১০ থেকে ১২ হাজার টাকা।

মিষ্টির দোকান ৪০ থেকে ৫০ হাজার টাকা, খেলনার দোকান ২০ থেকে ২৫ হাজার টাকা। এমনিভাবে অসংখ্য টাকা উঠছে মেলা উপলক্ষে।

মাজার কমিটি প্রতিবছর ভালো অংকের টাকাও উপার্জন করে থাকে। এ টাকা নিয়ে চলে মারামারি। আর এ মাজারে দেয়া মানতি টাকা চলে যায় কতিপয় কয়েকজনের পকেটে।
অনুসন্ধানে জানা গেছে, দলে দলে ভাগ হয়ে গাঁজা টানছে পাগলের ক্ষুদে ক্ষুদে দল। কোথাও নগ্ন নৃত্য করছে লেংটার ভক্তরা। কিছু ভক্ত নৃত্যের তালে তালে টাকা ছিটাচ্ছে। কিছু খুপরিতে দেহব্যবসা চলছে অনেকটা প্রকাশ্যে।

আর এই মেলাকে ঘিরে ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে আসা পকেটমার, ছিনতাই, মলমপার্টি, হিজড়া, প্রতারকদের তৎপরতা বেড়ে যায়।

তবে এ ব্যাপাওে প্রশাসন নিরব ভূমিকা পালন করছে।

প্রতিবেদক- খান মোহাম্মদ কামাল
আপডেট, বাংলাদেশ সময় ১২: ১০ এএম, ৪ এপ্রিল ২০১৭, মঙ্গলবার
ডিএইচ

Share