লোটাস-বাড চ্যারিটি ফোরামের ১৪৪৭ হিজরি (২০২৫-২৬) কার্যবছরের নির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচন আয়োজনের জন্য মো. রাকিবুল হাসানের (প্রধান, সুপ্রিম কাউন্সিল) স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কাউছার আলমকে প্রধান করে একটি পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়।
নির্বাচন কমিশন জুন ১৪-১৫ তারিখ অনলাইনে ভোট গ্রহণ করেন। সুপ্রিম কাউন্সিল নির্বাচনের নিমিত্তে ৩ জন প্রার্থীকে সভাপতি ও ৩ জন প্রার্থীকে সাধারণ সম্পাদক হিসেবে নমিনেশন প্রদান করেন। অদ্য জুন ১৫, ২০২৫ প্রকাশিত নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী ভোটের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে সভাপতি হিসেবে রাসেল মাহমুদ ৮৬.৭% এবং সজীব আহামেদ ৬৩.৩% ভোট পেয়ে নির্বাচিত হয়।
কমিটির নব নির্বাচিত রাসেল মাহমুদ (সভাপতি) বর্তমানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগে মাস্টার্সে অধ্যয়ন করছেন। তিনি লোটাড-বাড চ্যারিটি ফোরামে সহ-সভাপতি, এইচআরডি, এবং শিক্ষা বিভাগের পরিচালক হিসেবে বিভিন্ন মেয়াদে দায়িত্ব পালন করেন। এছাড়াও সজীব আহামেদ (সাধারণ সম্পাদক) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি পূর্বে সাধারণ সম্পাদক, সমাজকল্যান বিভাগ, এবং এইচআরডি বিভাগের পরিচালক হিসেবে নানান মেয়াদে দায়িত্ব পালন করেন।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ১৫ জুন ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur