চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক: || আপডেট: ০১:৩০ পূর্বাহ্ন, ২৯ সেপ্টেম্বর ২০১৫, মঙ্গলবার
আমি পশু অনেক দেখেছি ।। কিন্তু আজ মানুষ রুপি এক পশুকে দেখলাম ।।
মাগো তোমায় কেন এত অবেহেলা , আরে তুমি তু সেই মা যে দশ মাস দশ দিন গর্ভে ধারন করেছিলে ।
তুমি তু সেই মা যে নিজে না খেয়ে সন্তানদের খাইয়েছ ,
আরে তুমি তু সেই মা যার পায়ের নিচে বেহেস্ত ।।
মা মা মা মা
মাকে তোমরা কিছু বলনা , কষ্ট দিও না , ধমক দিও না …।। তকদির জ্বলে যাবে , মাথা তুলে দাড়াতে পারবে না ।।
বৃদ্ধ মা যখন সুখের আশায় একটু বুক বাঁধে, তখন পরের কু মেয়ে ঘরের বউ হয়ে এসে কি ঘটাই ????
লুকানো ক্যামেরায় ধারণকৃত ভিডিও টি তার একটি জলন্ত প্রমান ।
সব মা জাতিরা চাই সন্তানদের বড় করে মানুষের মতো মানুষ করে একটু সুখের আশা ।
কিন্তু সুখ যদি এই হয়, তবে সে মায়ের চোখের জল মৃত্যুর আগ পর্যন্ত শুকাই না ।
কখনো চায় না মা জাতিরা মায়ের অভিশাপে সন্তানরা অভিশপ্ত হোক ।
কিন্তু সন্তানরা যখন মাকে কস্ট দিয়ে রঙ্গিন স্বপ্ন দেখে। তখনই মায়ের অভিশাপে সন্তানরা অভিশপ্ত হয় ।
আসুন সবাই মায়ের সুখের জন্য কিছু করি ! – আল্লাহ্ আমাদের হেদায়েত করুক ।। আমিন
(সূত্র একটি ব্লগ)
ভিডিওটি দেখুন
চাঁদপুর টাইমস-ডিএইচ/২০১৫।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur