মতলব দক্ষিণের মুন্সিরহাট বাজার শাখার কেন্দ্র প্রধানদের সভায় প্রত্যেকেই কেন্দ্রে এসেই টাকা লেন-দেন করতে হবে বলে জানালেন গ্রামীণ ব্যাংকের যোনাল ম্যানেজার এস এম সোয়েব ।
তিনি আরো বলেন,‘গ্রামীণ ব্যাংক হতদরিদ্র,অসহায় ও গরীব মানুষের অর্থনৈতিক অবস্থার সার্বিক উন্নয়নে,তাদের সন্তানদের লেখা পড়ার জন্য উপবৃত্তি ও শিক্ষাবৃত্তি প্রদানসহ নতুন নতুন উদ্যোক্তা বানানোর কাজ প্রতিনিয়ত করে যাচ্ছে । তাই আমরা সব সময়েই আপনার ও আপনার সন্তানেদের ভালো-মন্দ অবস্থা জানতে ঋণের কিস্তি বা টাকা পরিশোধের বেলায় কেন্দ্রে আসতে হবে। তা না হলে আমরা তো আপনাদের বিষয়ে কোনো কিছূ জানতে পারব না ।’
১৯ মার্চ বেলা ১১ টায় মতলব দক্ষিণে মুন্সিরহাট বাজার শাখার ব্যবস্থাপক মো.মোশারফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে ৬৮টি কেন্দ্রের প্রধানদের সভায় তিনি এ কথা বলেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও ব্যাংকের বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন চাঁদপুর গ্রামীণ ব্যাংকের জোনের অডিট অফিসার মো.মোস্তাফিজার রহমান, চাঁদপুর সদরের এরিয়া ম্যানেজার বিশ্বজিৎ মজুমদার ।
অডিট কর্মকর্তাসহ বক্তাগণ সারা দেশসহ চাঁদপুরে শিক্ষাবৃত্তি, উপবৃত্তি, সংগ্রামী সদস্যদের ঋণ, গ্রাহকের ঋণ লেন-দেনের নিয়ম কানুন, পরিশোধের নিয়ম, কেন্দ্রে উপস্থিতি, নতুন নতুন উদ্যোক্তাদের সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত সহ বিস্তারিত আলোচনা করেন।
আবদুল গনি
১৯ মার্চ ২০২৩