বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে চাঁদপুর পুরানবাজার মধুসূদন হরিসভা (এমএইচ) উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২৭ জানুয়ারি সোমবার প্রতিষ্ঠান প্রাঙ্গণে অনুষ্ঠিত দিনব্যাপী এ আয়োজন করা হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ এরশাদ উদ্দিন।
সোমবার সকাল সাড়ে ৯ থেকে প্রতিষ্ঠান প্রাঙ্গণ হয়ে ওঠে উৎসবমুখর। ঠিক এমন সময় হাজির হন অনুষ্ঠানের মধ্যমনি চাঁদপুরের জেলা প্রশাসকসহ অন্যান্য অতিথিবৃন্দ। বিদ্যালয়ের শিক্ষার্থীরা অতিথিদের ফুলের পাপড়ি ছিটিয়ে অভর্থনা জানায়। তাদের ভালোবাসায় সিক্ত হন জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিসারসহ অতিথিবৃন্দ।
শিক্ষার্থীদের গাওয়া জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও স্কুলের ক্রীড়া পতাকা এরপর শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি। এ সময় অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
মেয়ে শিক্ষার্থীদের সাংস্কৃতিক মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শনের মধ্য দিয়ে দুই পর্বের এবারের ক্রীড়া অনুষ্ঠান শুরু হয়। শুরু হয় খেলাধুলার আয়োজন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠানের মনোজ্ঞ ডিসপ্লে, বিদ্যালয় থেকে জিপিএ পাঁচ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্লাস পরীক্ষার মেধা পুরস্কার প্রদান, চেয়ার দখল প্রতিযোগিতা ও যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা।
শিক্ষার্থীদের কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের পর আলোচনা সভা শুরু হয়। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয় প্রধান শিক্ষক গনেশ চন্দ্র দাস।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার, মোহাম্মদ রুহুল্লাহ ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মোঃ জিয়াউল হক মিলন এবং শিক্ষানুরাগী ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার ।শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শাওন পাটওয়ারী। সহকারী শিক্ষক শাহিন সুলতানা ও মোহাম্মদ হোসাইনের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর চেম্বার অব কমার্সের সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, পুরান বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ শাহআলম,চাঁদপুর পীর মহসিন উদ্দিন পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রৌশনারা বেগম,পুরান বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলী হোসেন,ক্রীড়া সংগঠক বোরহান খান,শাহাজান কবির খোকা, পুরান বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা কল্পনা সরকার, ২নং বালক সপ্রাবির প্রধান শিক্ষক তাছলিমা বেগম,শিক্ষক ধ্রুবরাজ বণিক,২নং বালিকা (সি-হল)সপ্রাবির প্রধান শিক্ষক রাশেদা নাসরিন,সাংস্কৃতিক সংগঠক সজন সাহা,বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সদস্য জাকির হোসেন খান শিপন, বাদল খান, বিপ্লব গোপ,ভাই ভাই স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা জাকারিয়া ভূঁইয়া বতুসহ অন্যরা।
প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি ভালো ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে শারীরিক সক্ষমতার জন্য খেলাধুলা এবং
সহশিক্ষা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটবে। এই পদক্ষপের অংশ হিসেবেই বিশেষ করে খেলাধুলাসহ সাহিত্য, সাংস্কৃতিক প্রতিযোগিতার উপর গুরুত্ব দেয়া জরুরি। এতে শিক্ষার্থীরা দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে পারবে।
তিনি আরো বলেন, যারা মাধ্যমিক স্কুলে পড়ালেখা করে তাদের বয়স ১০ থেকে ১৫,১৬ বছর।এই সময়টা তাদের জন্য গুরুত্বপূর্ণ সময়। বাসায়- স্কুলে সারাবছর পড়াশোনার পাশাপাশি তাদের শারীরিক সক্ষমতার জন্য খেলাধুলো অপরিহার্য। শুধুমাত্র বার্ষিক ক্রীড়ার জন্য খেলাধুলা করলে হবে না।
মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য একটাই উপায় পড়াশোনা ভালো রেজাল্ট করা। এখান থেকে পিছিয়ে পড়া চলবে না নিজেকে সেভাবেই প্রস্তুত করতে হবে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে।
এ আয়োজনে তিনি সাধুবাদ জানান।শিক্ষার্থী, অভিভাবকই শুধু নয়, এলাকাবাসী ও প্রতিষ্ঠানের কর্মকর্তারাও উৎসবের আমেজে মেতে ওঠেন। সবশেষে মেধা ও ক্রীড়া পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।
এছাড়াও বিকালে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি র সিনিয়র সহ-সভাপতি ও এই বিদ্যালয়ের সাবেক সভাপতি সুভাষ চন্দ্র রায়।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায়ী আবুল বাশার বাসু হাজী,মোঃ আসলাম তালুকদার, এমদাদিয়া লাইব্রেরীর মো. হারুন অর রশিদ নারী নেত্রী তাসলিমা আক্তার প্রমুখ।
ক্রীড়া প্রতিযোগিতায় সমন্বয়কের দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক গোপাল ঘোষ, দিলীপ দেবনাথসহ শিক্ষকবৃন্দ। খেলার সকল ইভেন্ট পরিচালনা করেন ক্রীড়া শিক্ষিক অহিদুর রহমান লাবু।অনুষ্ঠানে গতবারের প্রতিযোগিতার পুরস্কারও এই অনুষ্ঠানে দেওয়া হয়।
অনুষ্ঠানে অংশ নিয়ে অভিভাবকেরা বলেন, মধুসূদন হাই স্কুলের ক্রীড়া অনুষ্ঠান আয়োজন মানেই ব্যতিক্রমী কিছু থাকবেই। চলমান তারুণ্য উৎসবে ক্রিকেট দাবা তো বিভিন্ন ইভেন্টে এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভালো করেছে। একইভাবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাও তাদের মন কেড়েছে। বর্ণিল এ আয়োজনের জন্য কর্তৃপক্ষকে তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রতিবেদক: আশিক বিন রহিম, ২৭ জানুয়ারি ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur