চাঁদপুর

লেখক ফোরামের কবিরা বাংলাদেশ পেরিয়ে ভারতেও বিচরণ করছে

বাংলাদেশ-ভারতের ২১ জন নারী কবির কাব্য গ্রন্থ ‘নারীদের স্বপ্নতরী’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। ২১জন নারীর মধ্যে ফরিদগঞ্জ লেখক ফোরাম’র বর্তমান কমিটির সহ-সভাপতি ফাতেমা আক্তার শিল্পী ও সাংগঠনিক সম্পাদক তৃপ্তি মনিও রয়েছেন।

শুক্রবার (২৩ নভেম্বর) বিকালে ফরিদগঞ্জ লেখক ফোরাম কার্যালয়ে সংগঠনের নিয়মিত সাহিত্য আড্ডা পূর্বক মোড়ক উন্মোচন অনুষ্ঠান শুরু হয়। লেখক ফোরাম’র প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক নূরুল ইসলাম ফরহাদ’র সভাপতিত্বে, সাধারণ সম্পাদক শামিম হাসানের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মমতা আফরিন।

তিনি বক্তব্যে বলেন,‘আমি অভিভূত; উপজেলা পর্যায়ে একটি সংগঠন এতোগুলো বিষয় নিয়ে কাজ করে। সংগঠনের সদস্যদের সফলতা দেখে বুঝার বাকি নেই এটি সৃজনশীল, দক্ষ এবং শক্তিশালী সংগঠন। আমার বিশ^াস একটি সুন্দর ফরিদগঞ্জ বির্নিমানে লেখক ফোরাম ভূমিকা রাখবে।’ তিনি আরো বলেন,‘সাহিত্য চর্চার মাধ্যমে সমাজের অনাচার দূর করা সম্ভব। বাংলা সাহিত্যের নারীদের একটি বিশাল ভূমিকা রয়েছে। এ ক্ষেত্রে ফরিদগঞ্জের নারীরাও পিছিয়ে নেই। ফরিদগঞ্জ লেখক ফোরামের কবিরা বাংলাদেশ সীমা পেরিয়ে এখন ভারতেও বিচরণ করছে।’

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ লেখক ফোরাম’র প্রতিষ্ঠাকালিন সভাপতি ও কবি দন্তন্য ইসলাম, দৈনিক চাঁদপুর বার্তার বিভাগীয় সম্পাদক কবি ও লেখক রফিকুজ্জামান রনি, দৈনিক প্রতিদিনের স্টাফ রিপোর্টার ও বিশিষ্ট কবি আশিক বিন রহিম, দৈনিক মেঘনা বার্তার বিভাগীয় সম্পাদক ও বিশিষ্ট অনুবাদক মাইনুল ইসলাম মানিক,

দৈনিক চাঁদপুর প্রবাহের স্টাফ রিপোর্টার ও সাহিত্য পত্রিকার সম্পাদক ‘মনের জানালার’ সম্পাদক এবং বিশিষ্ট গীতিকার কবির হোসেন মিলন, চাঁদপুর বির্তক একাডেমির উপাধ্যক্ষ ও ফরিদগঞ্জ লেখক ফোরাম’র সাবেক সভাপতি এবং বিশিষ্ট ছড়াকার রাসেল হাসান,

সাংবাদিক জাকির হোসেন সৈকত, শাকিল হাসান, মামুন পাটোয়ারী, লেখক ফোরামের বর্তমান কমিটির প্রচার সম্পাদক বাঁধন চন্দ্র শীল, সাহিত্যিক আজিজুর রহমান লিপন, দুই কবি ফাতেমা আক্তার শিল্পী ও তৃপ্তি মনি প্রমুখ।

এ ছাড়াও আরো যারা উপস্থিত ছিলেন সাংবাদিক আক্তার হোসাইন, ক্রীড়া সম্পাদক খলিলুর রহমান, অর্থ সম্পাদক ইয়াছিন দেওয়ান, সংগঠনের সাবেক সহ-সংস্কৃতিক সম্পাদক আকরাম হোসেন, সদস্য কাউসার, উম্মে হাবিবা, মিম আক্তার প্রমুখ।

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ নভেম্বর, ২০১৮

Share