জাতীয়

লুণ্ঠিত সম্পদ শান্তিতে ভোগ করতে দেয়া হবে না : ইকবাল মাহমুদ

সমন্বিত উদ্যোগ ছাড়া দুর্নীতি কমানো সম্ভব না। শুধু সরকার বা কোনও একক প্রতিষ্ঠানের পক্ষেও দুর্নীতি দূর করা সম্ভব না বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

তিনি বলেন, ‘ঘুষখোর, মজুতদার,দুর্নীতিবাজরা দেশে-বিদেশে যেখানেই থাকুক না কেন, অবৈধ টাকা ভোগ করে সুখে থাকতে দেয়া হবে না। দুর্নীতির বিরুদ্ধে চলমান যুদ্ধে জয়ের বিকল্প নেই। এ লড়াই সবাইকে এগিয়ে নিতে হবে। দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যেতে হবে।’

সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে সোমবার, ৯ ডিসেম্বর সকালে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সকাল সাড়ে ৯ টায় দুদক এবং জাতীয় পতাকা ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করেন দুদক চেয়ারম্যান। সকাল ১০ টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে দুদক।এতে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নয়। দিবসটি উপলক্ষে দুদক মিডিয়া সেন্টারে চলছে দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনী।

দুদক চেয়ারম্যান বলেন, ‘সবাই মিলে একসঙ্গে কাজ করে দুর্নীতি কমাতে হবে। সবাইকে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। আগামি প্রজন্মের জন্য দুর্নীতি মুক্ত সমাজ গড়তে হবে। জনগণের সম্পদ লুট করে সুখে থাকতে পারবে না কেউই। লুণ্ঠিত সম্পদ শান্তিতে ভোগ করতে দেয়া হবে না।’

তিনি বলেন, ‘শিশুদের দুর্নীতিমুক্ত দেশ দেয়ার জন্য কাজ করছে দুদক। ঘুষ দুর্নীতিমুক্ত সরকারি সেবা নিশ্চিত করাই দুদকের লক্ষ্য। দেশে দুর্নীতি থাকবে না। দুর্নীতি প্রতিরোধের জন্য প্রয়োজন নতুন প্রজন্মের আন্তরিকতা।’

বার্তা কক্ষ, ৯ ডিসেম্বর ২০১৯

Share