‘রক্তদানে বাঁচবে প্রাণ, করবো মোরা রক্তদান’—এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের হাইমচরে কাজ করে যাচ্ছে সম্পূর্ণ অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন ‘লিল্লাহিয়াত ব্লাড ডোনেশন চাঁদপুর’। ২০২০ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত এই সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই এলাকায় স্বেচ্ছায় রক্তদান এবং সমাজকল্যাণমূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) সংগঠনের গতিশীলতা ও সেবার মান আরও বৃদ্ধি করার লক্ষ্যে ঘোষণা করা হয়েছে ২০২৫-২০২৬ কার্যনির্বাহী কমিটি।
প্রতিষ্ঠাতা পরিষদের আলোচনা সাপেক্ষে প্রতিষ্ঠাতা-পরিচালক মোঃ মনির হোসাইন ও সভাপতি মোঃ রিয়াদ শিকদার এর যৌথ স্বাক্ষরে
নবগঠিত কমিটিতে মো: রিয়াদ শিকদারকে সভাপতি নির্বাচিত করা হয়েছে। তার নেতৃত্বে সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহা: মোবারক হোসেন সাগর।
নতুন কমিটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ পদে যারা দায়িত্ব পেয়েছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন
সহ-সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন এবং জাহিদুল ইসলাম, রাজ্জাক হোসেন সুমন।
যুগ্ম-সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মোঃ শাকিল, রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহা: মিনহাজুল ইসলাম শাহিন, সহ-সাংগঠনিক সম্পাদক মুহা: ইসমাইল হোসেন, মুহা: ইমন হোসাইন, অর্থ সম্পাদক মোঃ শাহিন মিঝি, প্রচার সম্পাদক মুহাঃ সিয়াম, সহ-প্রচার সম্পাদক আহম্মেদ রাহাত ইসলাম, ব্লাড ও সমাজ কল্যাণ সম্পাদক রেদোয়ান আহমেদ মাল, ধর্ম বিষয়ক সম্পাদক মাহদী হাসান নাঈম, দপ্তর সম্পাদক মুহাঃ মেহেদী হাসান রিফাত সহ আরো অনেকেই এই কমিটিতে রয়েছেন ।
প্রতিষ্ঠাতা-পরিচালক মুহা: মনির হোসাইন জানান, নতুন কমিটির সদস্যরা স্বেচ্ছাসেবার মাধ্যমে হাইমচর তথা চাঁদপুরের মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়াতে এবং রক্তদানের মহৎ কাজটি আরও ছড়িয়ে দিতে বদ্ধপরিকর।
সংগঠনের সভাপতি মুহাঃ রিয়াদ শিকদার তার প্রতিক্রিয়ায় বলেন, “আমরা বিশ্বাস করি, এক ব্যাগ রক্ত একটি জীবন বাঁচাতে পারে। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা যেন মানুষের উপকারে আসে, সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাব।”
এই সংগঠনটির কার্যক্রম বর্তমানে এলাকার সর্বস্তরের মানুষের প্রশংসা কুড়িয়েছে। নতুন এই কমিটির মাধ্যমে সংগঠনটির রক্তদান কর্মসূচি আরও বেগবান হবে বলে আশা করা হচ্ছে।
প্রতিবেদক: আলমগীর হোসেন (আসিফ)/
৬ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur