লিবিয়া উপকূলে গত কয়েকদিনে একের পর এক শরণার্থী বোঝাই নৌকা ডুবে অন্তত সাতশ’ মানুষের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ।
ইউএনএইচসিআর প্রতিবেদনে বলা হয়, বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তিনদিনে ইতালির দক্ষিণে লিবিয়া উপকূলে তিনটি নৌকা ডুবে যায়। শরণার্থীরা এসব নৌকায় করে ইউরোপে পাড়ি দেয়ার চেষ্টা করছিল।
বসন্তে অনুকূল আবহাওয়ায় আফ্রিকার বিভিন্ন দেশ থেকে হাজার হাজার শরণার্থী সমুদ্র পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করছে। (বিডিনিউজ)
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ০৪:৪০ পিএম, ৩০ মে ২০১৬, সোমবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur