লিবিয়ার বেনগাজি শহরের একটি মসজিদের কাছে দু’টি গাড়ি বোমা হামলার ঘটনায় কমপক্ষে ২৭ জন নিহত হয়েছে। ওই হামলায় আরও ২০ থেকে ৩০ জন আহত হয়েছে। কয়েক মিনিটের ব্যবধানেই হামলা দু’টি চালানো হয়েছে। খবর বিবিসি।
কেন্দ্রীয় আল সোলাইমানি শহরে একটি মসজিদের কাছে প্রথম গাড়ি বোমা হামলা চালানো হয়। সে সময় মসজিদ থেকে আসরের নামাজ শেষে বের হচ্ছিলেন মুসল্লিরা।
এর কিছুক্ষণ পরেই রাস্তার অপর পাশে আরও একটি গাড়ি বোমা বিস্ফোরণ করা হয়। বেশ কয়েকজন সামরিক বাহিনীর সদস্য এবং বেসামরিক নাগরিক ওই হামলায় নিহত হয়েছে।
স্থানীয় আল জালা হাসপাতালের মুখপাত্র এএফপিকে জানিয়েছেন, হামলার ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। কারা ওই হামলা চালিয়েছে তা এখনও জানা যায়নি।
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ১০ : ২৫ এএম, ২৪ জানুয়ারি ২০১৮, বুধবার
এইউ