চাঁদপুরে ইংরেজি দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ

লিও ক্লাব অব চাঁদপুর -এর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চাঁদপুর -এর পৃষ্ঠপোষকতায় ‘লিও ইংলিশ এজ’ (Leo English Edge) প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। ২২ আগস্ট শুক্রবার বিকালে শহরের চিত্রলেখা মোড়ে লায়ন্স অফিসে এই আয়োজন করা হয়। “আপনার কণ্ঠস্বর দিয়ে বিশ্বকে অনুপ্রাণিত করুন” এই শ্লোগানকে সামনে রেখে লিও সদস্যদের ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধিতে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অব চাঁদপুর -এর লায়ন্স ওয়ায়েছ মোহাম্মদ জয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিও ক্লাব অব চাঁদপুর এর প্রেসিডেন্ট লিও জান্নাতুল নাঈমা জুহানি।ভাইস প্রেসিডেন্ট লিও আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর উইমেন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মনিরা আক্তার। প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন ‘লিও ইংলিশ এজ’ (Leo English Edge) প্রকল্পের ট্রেইনার মোস্তাকিম রাসেল তারেক। তিনি কোঅর্ডিনেটর (কোরিয়ান ভাষা) – ২০০৮ থেকে ২০১৩ পর্যন্ত সাইফুর’স-এ কর্মরত ছিলেন।

ভাষা প্রশিক্ষক (স্পোকেন ইংলিশ, ব্যাকরণ ও রাইটিং, আইইএলটিএস) – ২০১৩ থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত সাইফুর’স-এ দায়িত্ব পালন করেন। ভাষা প্রশিক্ষক ও প্রতিষ্ঠাতা ও সিইও – ২০২৫ সালের জুন থেকে বর্তমান পর্যন্ত English Pro & E9 Language Center-এ কর্মরত আছেন।

প্রধান অতিথির বক্তব্যে লায়ন্স ক্লাব অব চাঁদপুর -এর প্রেসিডেন্ট লায়ন্স ওয়ায়েস মাহমুদ জয় বলেন, লেখাপড়ার পাশাপাশি স্কিল ডেভলপ বা দক্ষতা বৃদ্ধির কোন বিকল্প নেই। বর্তমানে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদের নতুন প্রজন্মকে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। দক্ষতা অর্জন না করলে শিক্ষাজীবনের এ প্লাস কিংবা সার্টিফিকেট কোন কাজে দিবে না।

তিনি আরো বলেন, লিও ক্লাব অব চাঁদপুর -কে নিয়ে আমার অনেক পরিকল্পনা রয়েছে। যেহেতু এটি একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান, তাই এই প্রতিষ্ঠানের সদস্যদের মাতৃভাষার পাশাপাশি আন্তর্জাতিক ভাষায় দক্ষ করে তুলতে আমরা এই কোর্সটি চালু করেছি। এরপর আমরা ধারাবাহিকভাবে আইটি ও কম্পিউটারসহ অন্যান্য বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করবে। আমরা চাই লিও ক্লাবের মাধ্যমে বাংলাদেশ একটি দক্ষ যুব সমাজ তৈরি হোক। আর সেটি আমরা চাঁদপুর থেকে শুরু করতে চাই। তোমাদের আগ্রহ এবং সহযোগিতা থাকলে, ইনশাল্লাহ আমরা সফল হব।

এসময় লিও ক্লাব অব চাঁদপুর -এর ভাইস প্রেসিডেন্ট সাইফুল ইসলাম লিখন, মেম্বারশীপ চেয়ারম্যান রনি মাল, টেল টু‌ স্টার মাজহারুল ইসলাম, জয়েন্ট ট্রেজারার আরজিনা জেরিন সহ ৩০ জন লিও উপস্থিত ছিলেন।

স্টাফ রিপোর্টার/ ২২ আগস্ট ২০২৫