লিও ক্লাব অব চাঁদপুরের উদ্যোগে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্ত

লিও ক্লাব অব চাঁদপুরের উদ্যোগে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণসহ নানা সামাজিক কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) দিনব্যাপী চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে ডাকাতিয়া নদীতে মাছের পোনা অবমুক্ত করা, সূচীপাড়া ডিগ্রী কলেজ ও ছিখুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ ও রোপণ, শাহরাস্তি ওয়াকওয়েতে বৃক্ষরোপণ এবং সূচীপাড়া ডিগ্রী কলেজে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। একইসঙ্গে কলেজ ক্যাম্পাসে নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিও ক্লাব অব চাঁদপুরের ডিপুটি ডিরেক্টর শাহীদ মাহমুদ ও আল আমিন, সভাপতি লিও জান্নাতুল নাঈমা জুহানি, সহ-সভাপতি লিও সাইফুল ইসলাম লিখন, সাধারণ সম্পাদক লিও আঁখি বাশায়ের, জয়েন্ট সেক্রেটারি লিও নূর দিপু, জয়েন্ট ট্রেজারার লিও আরজিনা জেরিন, মেম্বারশিপ চেয়ারপার্সন লিও রনি মালসহ অন্যান্য সদস্যরা।

“Tree Plantation & Minnow Flow Project” শীর্ষক এ আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রোগ্রাম কমিটির প্রধান পৃষ্ঠপোষক লিও নূর নবী দিপু। কমিটির চেয়ারম্যান ছিলেন লিও রাকিবুল হাসান তপাদার, সেক্রেটারি লিওআবু বকর ছিদ্দিক রাফি, ট্রেজারার লিও জাফর দেওয়ান এবং সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন লিও নুসরাত তিশা,লিও নাঈম হাসান, লিও ইয়াসিন আরাফাত, লিওজাহিদ তপাদার ও লিও তাহিম প্রমুখ।

লিও ক্লাব অব চাঁদপুরের নেতৃবৃন্দ জানান, পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং তরুণ প্রজন্মকে সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতেই এসব উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিবেদক: আশিক বিন রহিম, ২৬ আগস্ট ২০২৫