লায়ন্স ক্লাব অব চাঁদপুর রূপালীর (২০২২-২০২৩) সেবা বর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। ২ জুন শনিবার রাত সাড়ে ১০টায় চাঁদপুর রসুইঘর পার্টি সেন্টারে বর্নিল আয়োজনে বিগত কমিটির দায়িত্ব হস্তান্তর, পাস্ট প্রেসিডেন্ট সংবর্ধনা এবং নতুন কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ পিপিএম (বার)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাক চাঁদপুর এর সভাপতি ডা. আফসানা শর্মী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন মো. মফিজুল ইসলাম খান সেলিম।
অনুষ্ঠানে সকল লায়ন মেম্বারদের সম্মতিক্রমে ২০২২- ২০২৩ সেবা বর্ষের জন্যে লায়ন কিশোর সিংহ রায়কে প্রেসিডেন্ট, লায়ন আবুল কালাম আজাদকে সেক্রেটারি এবং লায়ন মোঃ গোলাম হোসেন টিটুকে ট্রেজারার নির্বাচিত করা হয়।
নতুন কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন, ১ম ভাইস প্রেসিডেন্ট লায়ন খোরশেদ আলম বাবুল, ২য় ভাইস প্রেসিডেন্ট লায়ন আলমগীর আলম জুয়েল, ৩য় ভাইস প্রেসিডেন্ট লায়ন আরমান চৌধুরী, ১ম জয়েন সেক্রেটারি লায়ন মিজানুর রহমান ভূইয়া, ২য় জয়েন সেক্রেটারি লায়ন ফয়সাম আহমেদ, ১ম জয়েন ট্রেজারার লায়ন কামরুল হাসান, ২য় জয়েন ট্রেজারার লায়ন কাজী মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে লায়ন্স সেবা বর্ষ (২০২১-২২) বেস্ট লায়ন অব দ্যা ইয়ার নির্বাচিত হয়েছেন লায়ন জিকরুল আহসান। বেস্ট লিডার অব দ্যা ইয়ার নির্বাচিত হন লায়ন মোঃ জাকির হোসেন। বেস্ট কন্ট্রিবিউটর নির্বাচিত হন লায়ন আরমান চৌধুরী।
লায়ন আরমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন লিও সোহরাব, গীতা পাঠ করেন সিস্টার লিও পায়েল, আনুগত্যের শপথ পাঠ করান লায়ন খোরশেদ আলম বাবুল।
অনুষ্ঠানে অন্যান্য লায়ন্সদের মধ্যে উপস্থিত ছিলেন পিপি লায়ন আনিছুর রহমান, পিপি লায়ন অ্যাড. সেলিম আকবর, পিপি লায়ন মোঃ জাকির হোসেন, পিপি লায়ন হারুন অর রশিদ, পিপি লায়ন মাহমুদ হাসান খান, পিপি লায়ন জিকরুল আহসান, লায়ন বিএম হারুন অর রশীদ, লায়ন সায়েদ ইসতিয়াক আহমেদ সৈকত, লায়ন মেহেদী প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি পুলিশ সুপার মিলন মাহমুদ পিপিএম (বার) নির্বাচিত কমিটিকে ফুলের মালা পড়িয়ে বরণ করে নেন। সবশেষে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রতিবেদক: আশিক বিন রহিম, ৩ জুলাই ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur