লায়ন হারুনুর রশিদ ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, ২০০৮ সালের ধানের শীষ প্রতীকে বিজয়ী সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ।
গত সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন। ঘোষিত তালিকায় ফরিদগঞ্জ আসনে লায়ন হারুনুর রশিদের নাম অন্তর্ভুক্ত হওয়ায় এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়।
তবে মনোনয়ন ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় তিনি নেতাকর্মীদের সবধরনের আনন্দ মিছিল ও সমাবেশ থেকে বিরত থাকার আহ্বান জানান।
লায়ন হারুনুর রশিদ বলেন,
“আমি ধানের শীষের মানুষ হিসেবে সবসময় দলের প্রতি আস্থা রেখেছি। দল আমাকে মূল্যায়ন করেছে, এখন আমাদের দায়িত্ব হলো ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করা। আসুন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ফরিদগঞ্জে ধানের শীষের জয় নিশ্চিত করি।
এদিকে মনোনয়ন বঞ্চিত উপজেলা বিএনপির আহ্বায়ক এম.এ. হান্নানের সমর্থকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। এ বিষয়ে জানতে চাইলে লায়ন মোঃ হারুনুর রশিদ বলেন, “মনোনয়ন না পাওয়ায় তাদের ক্ষোভ থাকা স্বাভাবিক। তবে আমি সবাইকে বলবো—দেশ ও দলের স্বার্থে ঐক্যবদ্ধ হতে। আমাদের আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব। নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি যেন জনদুর্ভোগ সৃষ্টি না হয়। যারা রাস্তায় অবরোধ করে মানুষের চলাচলে বাধা দিচ্ছে, তাদের জবাব জনগণ দেবে।”
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান বলেন,“১৭ বছরের অপেক্ষার ফসল ঘরে তোলার সময় এসেছে। এখন আর কোনো বিভেদ নয়, ঐক্যবদ্ধভাবেই ফরিদগঞ্জে ধানের শীষের বিজয় নিশ্চিত করব।”
উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির উদ্দিন পাটওয়ারী বলেন, “মনোনয়ন নিয়ে প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু আমরা আগেই বলেছি—ধানের শীষ যার, আমরা তার। ঐক্যবদ্ধভাবে কাজ করে বিপুল ভোটে বিজয় অর্জন করব ইনশাআল্লাহ।”
জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান বলেন, “আজ আনন্দে বুক ভরে গেছে। দীর্ঘদিনের পরিশ্রমের ফল আমরা পেয়েছি। ইনশাআল্লাহ নির্বাচনের ফলেও এর প্রতিফলন ঘটবে।”
পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম.এম. টুটুল পাটওয়ারী বলেন, “আজ থেকে দলে কোনো বিভেদ নেই। বিএনপিকে যারা ভালোবাসেন, তারা সকলে ঘরে ঘরে গিয়ে ধানের শীষের জন্য ভোট চাইবেন।”
পৌর বিএনপি নেতা মোহাম্মদ আলী মৃধা বলেন,“আমরা এখন সড়কে নয়, ঘরে ঘরে গিয়ে ধানের শীষের ভোট চাইবো। বিএনপির ভোটব্যাংক আরও সুদৃঢ় করাই আমাদের লক্ষ্য।”
পৌর বিএনপি নেতা নাজিম উদ্দিন বলেন, “কষ্টের দিন শেষ হবে নির্বাচনের দিন—ধানের শীষের বিজয়ের মধ্য দিয়ে।”
বিএনপি নেতা সেলিম খান বলেন,“লায়ন হারুন একজন পরিচ্ছন্ন, ত্যাগী ও জনপ্রিয় রাজনীতিবিদ। দল তাঁর মূল্যায়ন করেছে, এজন্য আমরা দলের প্রতি কৃতজ্ঞ।”
ছাত্রদল নেতা হোসেন পাটওয়ারী ও আবদুল গাফ্ফার বলেন, “লায়ন হারুনুর রশিদের মনোনয়ন আমাদের পরিশ্রমের ফল। ছাত্রদলের নেতাকর্মীরা ধানের শীষের বিজয়ের জন্য সর্বাত্মকভাবে মাঠে থাকবে।”
প্রতিবেদক: শিমুল হাছান/
৪ নভেম্বর ২০২৫