লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালীর উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও স্যানিটারি ল্যাট্রিন স্থাপন করা হয়েছে। শনিবার (২৬ জুলাই) দুপুরে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চন্দ্রা বাজার খাড়খাদিয়ায়স্থ দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসায় এ আয়োজন করা হয়। পরে আমন্ত্রিত অতিথি এবং লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালীর নেতৃবৃন্দ মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে মধ্যাহ্নভোজে অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরে অতিরিক্ত পুলিশ সুপার (ফরিদগঞ্জ সার্কেল) মোঃ লুৎফর রহমান।
লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালীর প্রেসিডেন্ট লায়ন আলমগীর আলম জুয়েলের সভাপতিত্বে এবং সেক্রেটারী লায়ন মোঃ গোলাম হোসেন টিটোর পরিচালনায় অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, ক্লাব ট্রেজারার লায়ন মোঃ সৈয়দ হোসেন গাজী।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ লুৎফর রহমান বলেন, “বৃক্ষ শুধু পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং জীববৈচিত্র্য রক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং মানব জীবনের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। প্রত্যাশা করি প্রতিটি সামাজিক সংগঠন এ ধরনের কার্যক্রমে অংশ নেবে এবং সবুজ পৃথিবী গড়ে তুলতে অবদান রাখবে। গাছ লাগানো শুধু একটি কর্মসূচি নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য দায়বদ্ধতা।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ থানার ওসি মোঃ শাহ আলম। লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালীর ডিস্ট্রিক্ট কো-অডিনেটর লায়ন মোহাম্মদ সাকী কাউসার, আই-পিপি লায়ন মোঃ খোরশেদ আলম বাবুল, পিপি লায়ন জাকির হোসেন সরদার, পিপি লায়ন মাহমুদুল হাসান খান, পিপি লায়ন জিকরুল আহসান, পিপি লায়ন মফিজুল ইসলাম খান সেলিম, ভাইস প্রেসিডেন্ট লায়ন আরমান চৌধুরী, লায়ন মোঃ মিজানুর রহমান ভূঁইয়া, লায়ন হারুনুর রশিদ, লায়ন কাজী মোস্তাফিজুর রহমান, লায়ন আবুল কালাম আজাদ, লায়ন সাখাওয়াত হোসেন, লায়ন কামরুল হাসান, লায়ন মাহফুজুর রহমান সেলিম, লায়ন আলমগীর হোসেন, লায়ন শামছুল আলম সূর্য, লায়ন মহিউদ্দিন মোল্লা,লায়ন নাজমুল আলম খান, লায়ন শাহাদাত হোসেন,লায়ন মোঃ মিজানুর রহমান, লায়ন তারেক আলম, লায়ন আক্তার হোসেন সুমন, লায়ন আজাদুর রহমান, চাঁদপুর বস্ত্র সমিতির সভাপতি মোঃ তাজুল ইসলাম (লিমন), মোঃ মিজানুর রহমান মিয়া, মোঃ মনির হোসেন গাজী, মোঃ আব্দুল কুদ্দুস, লিও সভাপতি রাশেদুল ইসলাম সোহান, সাধারণ সম্পাদক প্রশান্ত সরকার, কোষাধক্ষ্য সুফিয়ান খান, লিও ক্লাব ডিরেক্টর সোহাগ কবিরাজ সহ লিও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিকেল ৫ টায় দ্বিতীয় অধিবেশনে লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালী লায়ন সেলটারে ২০২৫-২০২৬ বর্ষের কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়। এ পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর মডেল থানার ওসি মোঃ বাহার মিয়া।
লায়ন্স ক্লাবের কর্মকর্তারা জানান, “পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ এবং শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় স্যানিটেশন সুবিধা নিশ্চিত করতে আমাদের এই উদ্যোগ। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য বিশেষ খাবারের আয়োজন অনুষ্ঠানে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করেছে।”
অনুষ্ঠানে মরহুম লায়ন কাজী মাহবুবুর রহমান, লায়ন মোস্তাক হায়দার চৌধুরী,লায়ন মোঃ নুরুল হক কাজী সহ যারা মৃত্যুবরণ করেছেন সকলের রুহের মাগফিরাত কামনা করা হয়। এবং অসুস্থ লায়নদের সুস্থতার জন্য দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন দারুস সুন্নাহ হাফিজিয়া ও লিল্লাহ বোর্ডিং মাদ্রাসায় মাদ্রাসার সুপার মাওলানা অলিউল্লাহ।
প্রতিবেদক: মুহাম্মদ বাদশা ভূঁইয়া, ২৬ জুলাই ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur