চাঁদপুর মডেল থানা পুলিশের অভিযানে এজহারভুক্ত একাধিক মামলার পলাতক আসামী শরীফ খলিফা (২২) কে বৃহস্পতিবার (০৪ মে) আটক করেছে মডেল থানা পুলিশ।
আটককৃত শরীফ খলিফা চাঁদপুর শহরের দক্ষিণ গুনরাজদী গ্রামের রুহুল আমিন খলিফার ছেলে।
থানা সূত্রে জানাযায়, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ওয়ালী উল্যাহ অলি ও এস আই হোসাইন মো. কামরুজ্জামান বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সর্ঙ্গীয় ফোর্স নিয়ে তাকে চাঁদপুর শহরের নতুন বাজার এলাকা থেকে আটক করেন।
অফিসার ইনচার্জ ওয়ালী উল্যাহ অলি জানায়, শরীফ খলিফার বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন এবং ছিনতাই করার অভিযোগের এজহারভুক্ত বেশ ক’টি মামলা ও অজ্ঞাতনামা আরো ক’টি মামলা রয়েছে।
উল্ল্যেখ যোগ্য কয়েকটি মামলার মধ্যে চাঁদপুর মডেল থানায় ২০ আগস্ট ২০১৬ সালে জি আর ৪৮৬ মামলা নং ৫৩, ২০১৪ সালে ৮ নভেম্বর জি আর ৫৫৯ মামলা নং ১৭ ,২০১৩ সালে ১ জানুয়ারি নারী ও শিশু মামলা নং ০৫,যা ২০০০ ( সংশোধনী/ ২০০৩ এর ৯ (১) চাঁদপুর আদালতে বিচারধীন আছে।
পরে শুক্রবার (৫ মে) সকালে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়।
প্রতিবেদক-কবির হোসেন মিজি
আপডেট, বাংলাদেশ সময় ১০ : ১৫ পিএম, ৫ মে ২০১৭, শুক্রবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur