চলতি বছরের শেষ দিকে দেশে আরও ৮৯ লাখ ডোজ করোনার টিকা আসবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো.শাহরিয়ার আলম। এর মধ্যে ৭১ লাখ ডোজ ফাইজার এবং ১৮ লাখ ডোজ মডার্নার টিকা।
মঙ্গলবার ২১ সেপ্টেম্বর পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো.শাহরিয়ার আলম তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে এ তথ্য জানিয়েছেন।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন,কোভ্যাক্সের নিয়মিত বরাদ্দের অংশ হিসেবে ১৮ লাখ ডোজ মডার্নার ভ্যাকসিন এবং যুক্তরাষ্ট্রের অনুদান দেয়া ৭১ লাখ ডোজ ফাইজারের ভ্যাকসিন বরাদ্দ পেয়েছি। এসব ভ্যাকসিন চলতি বছরের শেষ প্রান্তিকে পাঠাবে। আমরা এ সময়ের মধ্যে আরও ভ্যাকসিন বরাদ্দ পাওয়ার আশা করছি।
এদিকে গত ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ৩ কোটি ৭৩ লাখ ১৫ হাজার ৭ ডোজ করোনা টিকার প্রয়োগ হয়েছে। প্রথম ডোজ টিকা নিয়েছেন ২ কোটি ২৪ লাখ ৯৪ হাজার ৫৬৫ জন এবং দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ১ কোটি ৪৮ লাখ ২০ হাজার ৪৪২ জন।
এর মধ্যে প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ১ কোটি ২৭ লাখ ১ হাজার ৬৬০ জন আর নারী ৯৭ লাখ ৯২ হাজার ৯০৫ জন।
দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৮৫ লাখ ৮০ হাজার ৮২ জন আর নারী ৬২ লাখ ৪০ হাজার ৩৬০ জন।
বার্তা কক্ষ , ২২ সেপ্টেম্বর ২০২১
এজি