চাঁদপুর শাহরাস্তি উপজেলার ফেরুয়া বাজারে শনিবার (১০ জুন) রাতে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৪০ লখ টাকার ক্ষতি হয় বলে জানান ক্ষতিগ্রস্থরা।
এদিকে খবর পেরে শাহরাস্তির ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট একসাথে কাজ করে ঘন্টা ব্যাপি চেষ্টা করে আগুন নিয়ন্ত্রন আনে।
স্থানীয়রা জানান, শনিবার রাত আনুমানিক ২ টায় ফেরুয়া বাজারে আলহাজ্ব মৌলভী আব্দুর রব মার্কেটের কামাল ষ্টোর থেকে আগুনের সূত্রপাত হয়ে তা দ্রুত চারিদিকে ছড়িয়ে পরে। এতে সালমান এন্টার প্রাইজ, বলরামের সেলুন দোকান, সুলাইমান ষ্টোর, আল মক্কা ষ্টোর,বিসমিল্লাহ সোলার, বিল্লালের চা দোকান, মুদি দোকান, বেটারি, সোলার, গরুর খাদ্য, মাছের খাদ্য, গ্যাস সিল্ডিডারসহ ৭টি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে যায়।
স্থানীয় বাজারে ব্যবসায়ী ফখরুজ্জামান চাঁদপুর টাইমসকে জানান, প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে ঘুমাতে গেলে কিছুক্ষণ পর ধোঁয়া দেখতে পাই, দোকান ঘরে পিছনে নেশাগ্রস্থ রিপনকে দেখতে পায়। তাকে জিজ্ঞাসা করলে বলে মশা তাড়ানোর জন্য ধোঁয়া দিচ্ছি। কিছুক্ষণ পর দোকান ঘরে আগুন দেখে ডাক চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নেবানোর চেষ্টা করে।
এ অগ্নিকান্ডের ঘটনায়র স্থান পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন মিয়াজী, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. আশেকুর রহমান, ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রশিদ।
প্রতিবেদক : মাহবুব আলম, শাহরাস্তি
: আপডেট, বাংলাদেশ সম ৭ : ৪৯ পিএম, ১১ জুন ২০১৭, রোববার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur