সর্বনাশ হয়েছে লাক্স সুন্দরী উর্মিলার! তবে বাস্তবে নয় নাটকে। জানা গেছে, সরদার রোকনের নির্দেশনায় এবং মনসুর চঞ্চলের পরিচালনায় ‘প্রিয় সর্বনাশ’ নামে একটি নাটকে অভিনয় করলেন এই অভিনেত্রী।
উর্মিলা শ্রাবন্তী কর জানান, ‘নাটকের গল্পটা অনেক সুন্দর এবং গতানুগতিক ধারার বাইরে। সেজন্য নামেও ভিন্নতা রয়েছে। আশা করি সবার কাছে নাটকটি ভাল লাগবে।’
প্রিয় সর্বনাশ নাটকে উর্মিলা ছাড়া আরো অভিনয় করেছেন সজল, হিরা প্রমুখ।
নির্মাতা সূত্রে জানা যায়, সম্প্রতি রাজধানীর উত্তরায় একটি শুটিং হাউজে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই নাটকটি যেকোনো একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে।
এদিকে বিয়ের পর থেকেই পুরোদমে অভিনয় নিয়ে ব্যস্ত রয়েছেন উর্মিলা।
বিনোদন নিউজ ডেস্ক || আপডেট: ০৬:০৫ পিএম, ২৫ নভেম্বর ২০১৫, বুধবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur