কুমিল্লার লাকসামের নশরতপুর বেলতলা এলাকায় নিজের মেয়েকে ধর্ষণের মামলায় অভিযুক্ত এক বাবাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থ দণ্ডাদেশ দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন ফেনীর সোনাগাজী পালগিরির আবু ইউসুফের ছেলে আবু আহাম্মদ মিয়া।
সোমবার বেলা ১২ টায় কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ আদালতের বিচারক মোহাম্মদ আদুল্লাহ আল মামুন এ রায় দেন। রায় ঘোষণার সময় মামলার আসামী উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী স্পেশাল পিপি এড প্রদীপ কুমার দত্ত জানান, আসামী ২০০০ সালের ৩০ জানুয়ারি সন্ধ্যায় কুমিল্লার লামসাম নশরতপুর বেলতলা এলাকার ফুফাতো ভাইয়ের বাড়িতে নিজ মেয়েকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনায় ধর্ষিতার মা মনি বেগম বাদী হয়ে লাকসাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
মামলায় ছয় জন স্বাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে অিভযুক্ত বাবা দোষী প্রমাণিত হলে আদালত আসামী আবু আহাম্মদ মিয়াকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও দশহাজার টাকা অর্থ দণ্ড এবং অনাদায়ে ২মাসের কারাদণ্ড রায় দেন।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, ২৭ ফেব্রুয়ারী ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur