লাইসেন্স না থাকায় পদ্মা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান

চাঁদপুর শহরের বিপনীবাগ পদ্মা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স না থাকায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।

১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতার জাহান সাথী।

জানা যায়, চাঁদপুর শহরের বিপনীবাগ পদ্মা হাসপাতালের লাইসেন্স না থাকায় মেডিক্যাল প্রেক্টিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরী নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৮২ অনুযায়ী ৫ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। এসময় হাসপাতালের লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র, ড্রাগ লাইসেন্সসহ অন্যান্য কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।

এছাড়াও হাসপাতালে ল্যাবরেটরী ও রোগীদের বেড ঘুরে দেখা হয়।  উক্ত হাসপাতালের সংশ্লিষ্ট সকলে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়। উক্ত ভ্রাম্যমাণ আদালতে সার্বিক সহযোগিতা প্রদান করেন চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের ডাঃ মোঃ সাখাওয়াত হোসেন, ভ্রাম্যমাণ আদালতের পেশকার মোঃ জহিরুল ইসলাম সহ চাঁদপুর পুলিশ লাইনে পুলিশ ফোর্সবৃন্দ। ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক,১ সেপ্টেম্বর ২০২২

Share