ডিআরইউ’র কবি কাজী নজরুল ইসলাম লাইব্রেরি উদ্বোধন

ঢাকা রিপোর্টার্স ইউনিটি’তে সদস্যদের জন্য নির্মিত‘কবি কাজী নজরুল ইসলাম’লাইব্রেরি উদ্বোধন করা হয়েছে।

ডিআরইউ’র নতুন ভবনে নির্মিত লাইব্রেরির ফলক উন্মোচন ও ফিতা কেটে উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাই স্বামী। এরপর তিনি লাইব্রেরি পরিদর্শন করেন।

এ সময় ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিবের নেতৃত্বে কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

লাইব্রেরি উদ্বোধনের পরে নসরুল হামিদ মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিক্রম কুমার দোরাই স্বামী। ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিবের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ডিআরইউ তথ্য-প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক কামাল মোশারেফ।

প্রধান অতিথির বক্তব্যে বিক্রম কুমার দোরাই স্বামী ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র লাইব্রেরি ‘কবি কাজী নজরুল ইসলাম’ নামকরণ করায় প্রশংসা করেন। তিনি লাইব্রেরির গুরুত্ব তুলে ধরে বিভিন্ন ধরণের দেশি-বিদেশি বই ডিআরইউকে সরবরাহ করবেন বলে আশ্বাস দেন।

উল্লেখ্য,লাইব্রেরির মধ্যে একটি ছোট মঞ্চ রয়েছে, যেখানে লাইব্রেরির সাথে সামঞ্জস্য অনুষ্ঠান করা যাবে।

১০ এপ্রিল,২০২২
চাঁদপুর টাইমস
এজি

Share