লাইফ সাপোর্টে নায়ক রাজ্জাক

‎Sunday, ‎28 ‎June, ‎2015  10:46:03 PM

চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক:

বাংলা চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি নায়ক রাজ রাজ্জাকের অবস্থা সংকটাপন্ন। রোববার সন্ধ্যায় রাজ্জাকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে।

রাজ্জাকের ছোট ছেলে নায়ক সম্রাট জানান, শুক্রবার রাজ্জাকের শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রোববার সন্ধ্যায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে আইসিইউতে স্থানন্তর করা হয়। সম্রাট তার পরিবারের পক্ষে তার পিতার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, বাংলাদেশের এই কিংবদন্তী অভিনেতা ১৯৪২ সালে ২৩ জানুয়ারি জন্মগ্রহণ করেন অবিভক্ত ভারতের কলকাতার নাকতলায়। সালাউদ্দিন প্রোডাকশন্সের তেরো নাম্বার ফেকু অস্তাগড় লেন সিনেমাতে অভিনয় করে প্রথমবারের মতো সবার কাছে নিজ মেধার পরিচয় দেন রাজ্জাক।

তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো হল বেহুলা, আবির্ভাব, নীল আকাশের নিচে, জীবন থেকে নেয়া, কাঁচ কাটা হীরা, ওরা ১১ জন, অবুঝ মন, রংবাজ, আলোর মিছিল, ছুটির ঘণ্টা, আকাশ ছোঁয়া ভালোবাসা ইত্যাদি।

চাঁদপুর টাইমস : ডেস্ক/ডিএইচ/২০১৫।

চাঁদপুর টাইমস প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Share