Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / লরি-জৈনপুর এক্সপ্রেস মুখোমুখি সংঘর্ষ, কয়েক ঘন্টা যানচলাচল বন্ধ
জৈনপুর

লরি-জৈনপুর এক্সপ্রেস মুখোমুখি সংঘর্ষ, কয়েক ঘন্টা যানচলাচল বন্ধ

মতলব বাবুর হাট সড়কে তেলের লরির সাথে জৈনপুর এক্সপ্রেস বাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে মতলব-বাবুরহাট পেন্নাই সড়কের মুন্সীরহাট থেকে ডাকঘর এলাকায় এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।

এতে হতাহতের ঘটনা না ঘটলেও বাসটির ব্যাপক ক্ষতি হয়েছে।

সংঘর্ষের কারনে কয়েক ঘন্টা মতলব টু ঢাকার দূরপাল্লার যাত্রীবাহী বাসসহ কোন যানবাহন চলাচল করতে পারেনি।এছাড়া মতলব, বাবুরহাট ও চাঁদপুর থেকে আসা সকল ধরনের যানচলাচল বন্ধ হয়ে পড়ে। এতে করে মতলব এবং চাঁদপুরগামী শতাধিক যানবাহন আটকে দীর্ঘ যানজটের সৃস্টি হয়। ফলে মানুষের চরম ভোগান্তিতে পড়তে হয়।

পরে মতলব দক্ষিণ থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ প্রচেষ্টায় যানচলাচল স্বাভাবিক করে দেয়া হয়। তবে দsর্ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ সালেহ আহমেদ।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ২৪ এপ্রিল ২০২৫