স্টাফ করেসপন্ডেন্ট :
লতিফ সিদ্দিকীর ফাঁসির দাবিতে হেফাজতের বিক্ষোভ চলছে।
ইসলাম ও হজ নিয়ে কটূক্তি করায় সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর ফাঁসির দাবিতে রাজধানীর বায়তুল মোকাররমে বিক্ষোভ করছে হেফাজতে ইসলাম।
শুক্রবার জুম্মার নামাজের পরপর এই বিক্ষোভ মিছিল শুরু করে দলটির নেতাকর্মীরা। এদিকে বিক্ষোভকারীদের ঘেরাও করে রেখেছে পুলিশ।
এদিকে বায়তুল মোকাররমে ইসলামী দলগুলোর কর্মসূচিকে ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকাল থেকেই বায়তুল মোকাররম ও এর আশপাশের এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার মো. মুনতাসিরুল ইসলাম বলেন, যে কোনো কর্মসূচিকেকে কেন্দ্র করে পুলিশের আগাম প্রস্তুতি থাকে। আজও (শুক্রবার) আছে। এটা রমজান মাস। মানুষ এ মাসে সহনশীল থাকে। আশা করছি, কোনো ধরনের বিশৃঙ্খলা হবে না।
তিনি বলেন, আমরা বায়তুল মোকাররম মসজিদ ও এর আশপাশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। তবে জননিরাপত্তা রক্ষায় যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার আমরা নেব। পরিস্থিতির অবনতি হলে জননিরাপত্তার জন্য যা যা করা দরকার করব।
আপডেট : বাংলাদেশ সময় : ০২:৫৪ অপরাহ্ন, ১৯ আষাঢ় ১৪২২ বঙ্গাব্দ, শুক্রবার ০৩ জুলাই ২০১৫ খ্রিস্টাব্দ
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫
চাঁদপুর টাইমস ডট কম–এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি