ডিজিটাল লটারির মাধ্যমে ভর্তিতে কোচিং বাণিজ্য,অবৈধভাবে শিক্ষার্থী ভর্তি ও তদবির বাণিজ্য বন্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
সোমবার ১২ ডিসেম্বর বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে মাধ্যমিক স্কুলে ভর্তির ডিজিটাল লটারির ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন,“স্কুলে ভর্তি প্রক্রিয়া ডিজিটাল করার মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক চাপ থেকে মুক্তি দেয়া হয়েছে।” দীপু মনি বলেন, “ভর্তি প্রক্রিয়ায় বিদ্যমান সমস্যা দূর করতে ডিজিটাল লটারি চালু করা হয়েছে।”
তিনি বলেন,“যদিও অনেকে লটারি পদ্ধতিতে খুশি। আবার কিছু অভিভাবক এতে অসন্তুষ্ট। কারণ তারা নিজের পছন্দের স্কুলে তাদের সন্তানদের ভর্তি করতে পারছেন না।”
মন্ত্রী বলেন,“আমরা স্কুল ভর্তি প্রক্রিয়া ডিজিটাল করতে সক্ষম হয়েছি। ভর্তি-কোচিং ব্যবসা, অতিরিক্ত ছাত্র তালিকাভুক্তি এবং আর্থিক তদবির বন্ধ করতে সক্ষম হয়েছি।”
শিক্ষামন্ত্রী বলেন,‘আগে ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষার্থীরা অনেক চাপের মধ্যে ছিল। এখন শিক্ষার্থীরা তা থেকে মুক্ত ‘ নতুন পাঠ্যক্রম অনুযায়ী শিক্ষার্থীরা মানসিক চাপমুক্ত শিখবে। সরকারের লক্ষ্য প্রতিটি স্কুলকে সেরা করে তোলা,তিনি যোগ করেন।”
বেসরকারি স্কুলে ভর্তির জন্য ডিজিটাল লটারির ফল ঘোষণা করা হবে ১৩ ডিসেম্বর। লটারির ফলাফল নির্ধারিত স্কুলে ভর্তির ওয়েবসাইটে পাওয়া যাবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর অনুসারে, প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত সারাদেশে ৫৫০টি সরকারি স্কুলে ১,০৭,০৮৯টি আসন খালি রয়েছে। ২,৮৫২টি বেসরকারি বিদ্যালয়ে ২৫,০৬৬টি আসন খালি রয়েছে।
১৩ ডিসেম্বর ২০২২
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur