Home / শিক্ষাঙ্গন / মাধ্যমিকে ভর্তির লটারি ১৯ ডিসেম্বর
admission

মাধ্যমিকে ভর্তির লটারি ১৯ ডিসেম্বর

সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির ডিজিটাল লটারি সম্পন্ন হয়েছে। বুধবার ১৫ ডিসেম্বর বিকালে শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি আনুষ্ঠানিকভাবে লটারি অনুষ্ঠানের উদ্বোধন করেন।

উদ্বোধনের পর ওয়েবসাইটে ( https://gsa.teletalk.com.bd) নির্বাচিত প্রার্থী তালিকা দেয়া হয়েছে। ওয়েবসাইটে নির্বাচিত প্রার্থী তালিকায় প্রবেশ করে ইউজার আইডি দিয়ে ফলাফল দেখতে হবে।

এছাড়া মোবাইল ফোনের মাধ্যমে মাধ্যমেও ফলাফল জানা যাবে। ফলাফল পেতে টেলিটক নম্বর থেকে
GSA RESULT USER ID লিখে এসএমএস করতে হবে ১৬২২২ নম্বরে। এর আগে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইনে আবেদনের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হয়।

বুধবার ১৫ ডিসেম্ব র দেশের জেলা সদর ও মহানগরের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ভর্তির ডিজিটাল লটারি অনুষ্ঠিত হলো। ১৯ ডিসেম্বর বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের লটারি অনুষ্ঠিত হবে।

বার্তা কক্ষ ,
১৭ ডিসেম্বর ২০২১