বৈরী আবহাওয়ার কারণে পদ্মা ও মেঘনা নদী উত্তাল থাকায় চাঁদপুর, শরিয়তপুর, ভোলা, বরিশাল, নারায়ণগঞ্জ ও ঢাকা নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। ২৯ এপ্রিল শনিবার বিকেল সাড়ে ৫টা থেকে এসব রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর নদী বন্দরের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ এবং বন্দর ও পরিবহন বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক শাহাদাত হোসেন।
তিনি জানান, আজ বিকেল সাড়ে ৫টা থেকে চাঁদপুর, শরিয়তপুর, ভোলা, বরিশাল, নারায়ণগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াতের নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে নদী উত্তাল হওয়ায় বড় বড় ঢেউ সৃষ্টি হচ্ছে। ফলে লঞ্চ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তাই দুর্ঘটনা এড়াতে বিকেল সাড়ে ৫টা থেকে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত নৌরুটগুলোতে লঞ্চ চলাচল বন্ধ থাকবে। পরিবেশ স্বাভাবিক হলে কর্তৃপক্ষের নির্দেশনায় পুনরায় লঞ্চ চলাচল শুরু হবে।
স্টাফ করেসপন্ডেট, ২৯ এপ্রিল ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur