Home / চাঁদপুর / চাঁদপুরের সঙ্গে ঢাকা-নারায়ণগঞ্জের যাত্রীবাহী লঞ্চ বন্ধ
লঞ্চ
ফাইল ছবি

চাঁদপুরের সঙ্গে ঢাকা-নারায়ণগঞ্জের যাত্রীবাহী লঞ্চ বন্ধ

ঢাকা-চাঁদপুর এবং নারায়ণগঞ্জ-চাঁদপুর নৌরুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ করার ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

২১ জুন সোমবার রাতে চাঁদপুর বিআইডাব্লিটিএর বন্দর কর্মকর্তা মো. কায়সারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। করোনা সংক্রমণরোধে ঢাকার পাশ্ববর্তী সাত জেলায় ‘লকডাউনের’ পর এ সিদ্ধান্ত নিল বিআইডাব্লিউটিএ।

প্রতিষ্ঠানটির নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ রফিকুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানানো হয়েছে।

এর আগে শুধুমাত্র চাঁদপুর-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ রুটে লঞ্চ চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়েছিল।

বিআইডাব্লিটিএর বন্দর কর্মকর্তা কায়সারুল ইসলাম জানান, ঢাকা-চাঁদপুর রুটেও লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

“রাত ১১টার দিকে আমাকে ঢাকা থেকে এ তথ্য জানানো হয়। এর ফলে মঙ্গলবার সকাল ৬টা থেকে ঢাকা-চাঁদপুর, নারায়ণগঞ্জ-চাঁদপুর রুটে সকল যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

“তবে চাঁদপুর থেকে হাটুরিয়া, ডামুড্ডা ও নড়িয়াতে লঞ্চ চলাচল করবে। চাঁদপুর থেকে এ রুটে ২টি লঞ্চ চলাচল করবে।”

চাঁদপুর-নারায়ণগঞ্জ রুটে ১৪টি লঞ্চ চলাচল করে। এ নৌরুটে যেসব লঞ্চ চলাচল করত তাও সম্পূর্ণ বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

চাঁদপুর-মুন্সিগঞ্জ রুটে ১ বা ২টি লঞ্চ চলাচল করে। এছাড়া ঢাকা-চাঁদপুর রুটের যেসব লঞ্চ ভায়া মুন্সিগঞ্জ হয়ে চলাচল করে সেগুলো আসা-যাওয়ার পথে মুন্সিগঞ্জ থেকে কোন যাত্রী উঠানামা করবে না।

তিনি আরও বলেন, কিছু কিছু লঞ্চ সিডিউল ছাড়াই মুন্সিগঞ্জে গতি কমিয়ে যাত্রী উঠানামা করে। এটি এমনিতেই অবৈধ। এখন তো মোটেই পারবে না।

দেশের অন্যান্য অঞ্চল থেকে ছেড়ে আসা লঞ্চও এ জেলার অভ্যন্তরীণ লঞ্চ ঘাটে ভিড়তে পারবে না বলেও জানানো হয়েছে।

চাঁদপুর করেসপন্ডেট,২২ জুন ২০২১