চাঁদপুর পুলিশ সুপার শামসুন্নাহার বলেছেন, ‘লঞ্চ স্টাফদের কেবিন যাত্রীদের ভাড়া দেয়া যাবে না। যে সকল যাত্রী লঞ্চে কেবিন ভাড়া নেবে তাদের নাম পরিচয় মোবাইল নাম্বারসহ যাবতীয় তথ্য সংগ্রহ করতে হবে।
রোববার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে চাঁদপুর জেলার আইন-শৃংখলা পরিস্থিতি পর্যালোচনা ও নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পশুর হাট প্রসঙ্গে তিনি বলেন, ‘এবার কোনোভাবেই সড়কে পশুর-হাট বসানো যাবে না। এ ব্যাপারে হাট ইজারাদার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে বসে করণীয় ঠিক করতে হবে। পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে জেলার আইন শৃংখলা ভালো রাখার জন্য যার যা দায়িত্ব তা যথাযথভাবে পালন করতে হবে।’
তিনি আরো বলেন, ‘বিগত দিনের ন্যায় শান্তিপূর্ণভাবে আমরা আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা পালন করতে চাই। শহরের প্রতিটি বড় বড় মার্কেটে সিসি ক্যামেরার আওতায় আনতে হবে । মার্কেটের নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হবে।’
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুজ্জামানের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নৌ-পুলিশের পুলিশ সুপার সুব্রত কুমার হালদার, নৌ-পুলিশের সহকারী পুলিশ সুপার ফারুক হোসেন, চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি সুভাষ চন্দ্র রায়, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি বি এম হান্নান,সাধারণ সম্পাদক সোহেল রুশদী, বিআরটিএ সহকারী পরিচালক শেখ মো. ইমরান, চাঁদপুর দোকান মালিক সমিতির সভাপতি মোস্তাক হায়দার চৌধুরী, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওয়ালী উল্লা অলি, গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মোস্তফা কামাল, পুলিশের বিশেষ শাখা মোঃ মনিরুজ্জামান চাঁদপুর চেম্বারের প্রতিনিধি জামাল আহমেদ, ব্যবসায়ী প্রতিনিধি আনোয়ার হোসেন বাবুল, বাস-মালিক সমিতির প্রতিনিধি শোয়েব আহমেদ প্রমুখ।
এ সময় শহরের গন্যমান্য ব্যক্তি, পুলিশের কর্মকর্তাবৃন্দ ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত এর আগে চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চের স্টাফ কেবিনে একটি হত্যার ঘটনা ঘটেছে। ওই নিউজটি পড়তে ক্লিক
এ সংক্রান্ত আরেকটি প্রতিবেদন ক্লিক/টাচ্ করে পড়ুন….মোটর সাইকেলে ৩ জন উঠলেই সাথে সাথে গ্রেফতার : এসপি শামসুন্নাহার
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2015/11/Anwarul-Hoque.jpg” ] প্রতিবেদক- আনোয়ারুল হক[/author]
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur